নয়াদিল্লি: রিও অলিম্পিকে কুস্তির ৫৮ কেজি বিভাগে ব্রোঞ্জ পাওয়া সাক্ষী মালিক এবার বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম পাঁচ জনের মধ্যে জায়গা পেলেন। কুস্তির বিশ্ব সংস্থা সর্বশেষ যে ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে চার নম্বরে আছেন সাক্ষী। ভিনেশ ফোগত ৪৮ কেজি বিভাগে ১১ নম্বরে আছেন। পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে প্রথম ২০ জনের মধ্যে আছেন সন্দীপ তোমর ও বজরং পুনিয়া।
প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে রিও-তে ব্রোঞ্জ পান সাক্ষী। অলিম্পিকের এই সাফল্যের কারণেই র্যাঙ্কিংয়ে উন্নতি হল তাঁর।
ভিনেশও রিও অলিম্পিকে ভাল পারফরম্যান্স দেখাচ্ছিলেন। কিন্তু কোয়ার্টার ফাইনালে হাঁটুর চোটের কারণে তিনি ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন। না হলে হয়তো ভারতের পদক সংখ্যা বাড়ত।
রিও-তে ভারতের দুই মহিলা কুস্তিগীর ভাল পারফরম্যান্স দেখালেও, পুরুষরা হতাশ করেছেন। সন্দীপ প্রাথমিক পর্ব থেকেই বিদায় নেন। এই কুস্তিগীর সদ্য প্রকাশিত বিশ্ব ক্রমতালিকায় ৫৭ কেজি বিভাগে ১৫ নম্বরে আছেন। অন্যদিকে, ৬১ কেজি বিভাগে ১৮ নম্বরে আছেন বজরং।
বিশ্ব র্যাঙ্কিংয়ে সেরা পাঁচের তালিকায় সাক্ষী
Web Desk, ABP Ananda
Updated at:
12 Sep 2016 09:49 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -