কলকাতা: গোটা বিশ্বের দরবারে ভারতীয় ছেলের তিনটি পদক জয়। ইন্টারন্যাশনাল স্পোর্টস কিকবক্সিং (International Kick Boxing) অ্যাসোসিয়েশন- এর পক্ষ থেকে আয়োজিত হয়েছিল "ইস্কা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ"। অস্ট্রিয়ার ভিয়েনাতে গত অক্টোবর মাস থেকে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। সেখানে সারা বিশ্বের ৪২ টি দেশ থেকে ১৯০০ ক্রীড়াবিদ অংশগ্রহন করেছিলেন৷


টুর্নামেন্টে ভারত ২১তম স্থান অধিকার করেছে। মোট ৯টি পদক জেতে। ভারতীয় প্রতিযোগী সমন্যু সুরেকা (Samanyu Sureka) ১৪ বছর বিভাগে তিনটি পদক জিতে দেশকে উপহার দিয়েছে গর্বের মুহূর্ত। তিনি রুপোর পদক জিতেছে মুয়াথাই বিভাগে, ব্রোঞ্জের পদক জিতেছে সেমি কনটেস্টে ও ব্রোঞ্জের পদক জিতেছে লাইট কনটেস্টে।


আরও পড়ুন: আইপিএল নিলামের আগে বাংলার হয়ে টি-২০-ও খেলবেন শামি, সৈয়দ মুস্তাক আলিতে অধিনায়ক কে?



পদক জয়ের হ্যাটট্রিক করে ভারতের নাম উজ্জ্বল করেছে সমন্যু সুরেকা। তার কথায়, "আমার জন্মভূমি ভারতের জন্য খেলা, আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা আমার বড় সৌভাগ্য। এই দেশে জন্মগ্রহন করে এই দেশের জন্য লড়াই করাটা আমার ভাগ্য। আশা করছি ভবিষ্যতে আরও ভালভাবে নিজেকে প্রস্তুত করে অংশগ্রহণ করব পরবর্তী টুর্নামেন্টগুলিতে।"

 

মেয়র্স কাপে নজর কাড়ল সন্দীপন, ইলহান, তনিষ্ক


সিএবি, কলকাতা নাইট রাইডার্সের ও কলকাতা পুরসভার যুগ্ম উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব ১৫ মেয়র্স কাপে সহজে জিতল কামরাবাদ উচ্চ বিদ্যালয়, বেহালা আর্য বিদ্যা মন্দির, সেন্ট জনস পাবলিক স্কুল, দ্য হেরিটেজ স্কুল, ইনফোকাস ইন্ডিয়া পাবলিক স্কুল, রত্নাকর নর্থ পয়েন্ট স্কুল, পূর্বাঞ্চল বিদ্যামন্দির, ডন বসকো স্কুল পার্ক সার্কাস, অদিত্য অ্যাকাডেমি সিনিয়র সেকেন্ডারি, সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল।


কামরাবাদ উচ্চ বিদ্যালয়ের হয়ে ১১১ বলে ২১০ রান করল সন্দীপন মণ্ডল। অপরাজিত ১৩৮ রান সায়ন যাদবের। প্রিয়ব্রত দত্ত ১১ রানে নিল ৩ উইকেট। দোলনা ডে স্কুল ও ক্রেশকে ৬০৯ রানে হারাল কামরাবাদ উচ্চ বিদ্যালয়। দ্য হেরিটেজ স্কুলের হয়ে অন্য ম্যাচে ১২ রানে ৭ উইকেট ইলহান আমেদ বেগের। হার্ভার্ড হাউস হাইস্কুলকে ১৮৫ রানে হারাল তারা। তনিষ্ক মুন্ধ্রার ৬৩ বলে ১০৯ রানের সুবাদে হিন্দু স্কুলকে ২৫৯ রানে হারাল পূর্বাঞ্চল বিদ্যামন্দির।




আরও পড়ুন: শোয়েবের বলে ভেঙেছিল পাঁজর, তা নিয়েই ব্যাটিং! সচিনের অবিশ্বাস্য গল্প শোনালেন সৌরভ




আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।