পুণে: সঞ্জু স্যামসনের শতরানের দৌলতে রাইসিং পুণে সুপারজায়ান্টকে ৯৭ রানে হারাল দিল্লি ডেয়ারডেভিলস।


দশম আইপিএল-এর প্রথম শতরান করার নজির করলেন দিল্লি ডেয়ারডেভিলসের ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। মঙ্গলবার, পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে দিল্লিকে প্রথম ব্যাট করতে পাঠায় রাইসিং পুণে সুপারজায়ান্ট। ৬৩ বলে ১০২ রান করেন সঞ্জু। তাঁর ইনিংস সাজানো ছিল ৮টি টার ও ৫টি ছক্কায়।


মূলত সঞ্জুর ব্যাটের ওপর ভর করে পুণের বিরুদ্ধে ২০০ রানের গণ্ডি পার করে দিল্লি। সঞ্জুর পাশাপাশি, ইনিংসের শেষদিকে মাত্র ৯ বলে বিস্ফোরক ৩৮ করেন ক্রিস মরিস। তিনি ৪টি চার ও ৩টি বিশাল ছক্কা হাঁকান। এছাড়া ভাল রান করেন বিলিংস (২৪) ও ঋষভ পন্ত (৩১)। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২০৫ রান করে দিল্লি ডেয়ারডেভিলস।


জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৬.১ ওভারে ১০৮ রানেই শেষ হয়ে যায় পুণের লড়াই। প্রয়োজন ছিল সঞ্জুর মতো কোনও পারফরমারের। কিন্তু, দিল্লির বোলিং আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পুণের প্রাচীর। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ময়াঙ্ক অগ্রবাল (২০)।


অন্যদিকে, দিল্লির হয়ে তিনটি করে উইকেট দখল করেন অধিনায়ক জাহির খান (৩/২০) এবং লেগ-স্পিনার অমিত মিশ্র (৩/১১)। প্যাট কামিন্স পেয়েছেন ২টি এবং নাদিম ও মরিস পেয়েছেন একটি করে উইকেট। এর ফলে, চলতি আইপিএলে প্রথম জয় পেল দিল্লি।