মুম্বই: বিসিসিআই-এর প্রধান নির্বাচক সন্দীপ পাতিল এবার ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার আবেদন জানালেন। প্রাক্তন ক্রিকেটার এবং ২০০৩ বিশ্বকাপের সেমিফাইনালে খেলা কেনিয়ার প্রাক্তন কোচ পাতিল নিজেই এই খবর দিয়েছেন। তবে নির্বাচক কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই কেন তিনি কোচ হওয়ার আবেদন জানালেন সেটা স্পষ্ট করেননি।
আগামী সেপ্টেম্বরে পাতিলের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির মেয়াদ শেষ হচ্ছে। ভারতীয় দলের জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ সফরের দল বাছাই হয়ে গিয়েছে। ফলে আপাতত নির্বাচকদের বিশেষ কোনও কাজ নেই। ক্রিকেট মহলে তাই জল্পনা চলছে, বিসিসিআই-এর কোনও শীর্ষকর্তার কথাতেই হয়তো কোচ হওয়ার আবেদন জানিয়েছেন পাতিল।
২০১৪ সালে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের হতাশাজনক ফলের পর ডানকান ফ্লেচার বিদায় নেন। এরপর থেকেই মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলিদের কোনও প্রধান কোচ নেই। রবি শাস্ত্রী টি-২০ বিশ্বকাপ পর্যন্ত টিম ডিরেক্টর ছিলেন। জিম্বাবোয়ে সফরে অস্থায়ী কোচ নিয়োগ করা হয়েছে সঞ্জয় বাঙ্গারকে।
কয়েকদিন আগে বিসিসিআই প্রধান কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে। প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই রাহুল দ্রাবিড়কে কোচ করার পক্ষে সওয়াল করছেন। শাস্ত্রীও কোচ হওয়ার দৌড়ে আছেন বলে মনে করা হচ্ছে। ১০ তারিখের মধ্যে কোচ হতে ইচ্ছুক ব্যক্তিদের আবেদনপত্র পাঠাতে বলেছে বিসিসিআই। এরপরেই বোঝা যাবে কে কোচ হতে পারেন।
কোহলিদের হেডস্যার হওয়ার দৌড়ে সন্দীপ পাতিলও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jun 2016 03:41 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -