জাগ্রেব: কথা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে লুকা মদ্রিচ-ইভান রাকিতিচদের দেশের নামী ক্লাবে সইপর্ব সেরে ফেললেন ভারতের তারকা ফুটবলার


ক্রোয়েশিয়ার প্রথম সারির ক্লাব এইচএনকে সিবেনিকে যোগ দিলেন ভারতের ফুটবলার সন্দেশ ঝিঙ্গান। সইপর্ব মিটে যাওয়ার পরই উচ্ছ্বসিত ভারতীয় ফুটবলমহল। রোমাঞ্চিত ঝিঙ্গান নিজেও। স্বপ্ন সফল হওয়ার মতো মনে হচ্ছে, জানিয়েছেন ঝিঙ্গান। 


ফুটবল বিশ্বের অন্যতম কুলীন দেশ ক্রোয়েশিয়া। ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট। লুকা মদ্রিচ, ইভান রাকিতিচ, ইভান পেরিসিচদের খেলা গোটা বিশ্বে সমাদৃত। সেই ক্রোয়েশিয়ার প্রথম সারির ক্লাবে যোগ দেওয়ার পর সিবেনিকের কোচ ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন ঝিঙ্গান।বলেছেন, ‘আমি কেরিয়ারের এমন একটা পর্যায়ে রয়েছি যেখানে আমি নিজেকে সর্বোচ্চ স্তরে ফেলে পরীক্ষা করতে চাই এবং আমার মতে এই পরিকল্পনা বাস্তবায়িত করার এটাই আমার কাছে সেরা সময়। আমি বরাবরই ইউরোপে খেলার স্বপ্ন দেখতাম এবং সেই স্বপ্ন সত্যি হয়েছে। খেলার সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেব।’


বুধবার মাঠে বসেই তাঁর নতুন দলের জয় দেখেন ঝিঙ্গান। ২৮ বছর বয়সী ডিফেন্ডারকে পেয়ে খুশি তাঁর নতুন দলও। ঝিঙ্গান যোগ দেওয়ায় দল আরও শক্তিশালী হবে বলেই আশা প্রকাশ করেছেন সিবেনিক সিইও ফ্রান্সিসকো কার্ডোনা। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমরা বহুদিন ধরেই ওর ওপর নজর রাখছিলাম এবং ওর বিষয়ে আমরা আশাবাদী। নতুন পরিবেশে ওর নিজেকে মানিয়ে নিতে কিছুটা সময় লাগলেও আমাদের বিশ্বাস দক্ষতা এবং নেতৃত্ব দেওয়ার প্রতিভাকে কাজে লাগিয়ে ঝিঙ্গান দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে।’


ভারতীয় ফুটবলে সাড়া জাগানো ডিফেন্ডার বেশ কিছুদিন চোট সমস্যায় জর্জরিত ছিলেন। গত বছরই চোট সারিয়ে এটিকে মোহনবাগানে যোগ দেন ঝিঙ্গান। গত মরসুমে ভারতীয় দলের সেরা ফুটবলার মনোনীত হয়েছিলেন ঝিঙ্গান। এটিকে মোহনবাগানের সঙ্গে তাঁর পাঁচ বছরের চুক্তি ছিল। তবে তাঁর চুক্তির পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী সবুজ মেরুন শিবির তাঁকে ইউরোপে খেলার ছাড়পত্র দিয়েছে। যে কারণে এটিকে মোহনবাগান ক্লাবকেও ধন্যবাদ জানিয়েছেন ঝিঙ্গান।