নয়াদিল্লি: আগামী ১২ সেপ্টেম্বর ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট NEET 2021 UG পরীক্ষায় বসবেন আবেদনকারীরা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি(NTA)-এর নির্দেশে রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ হয়েছে আগেই। এবার অ্যাডমিট কার্ড দেওয়ার পালা।


NTA-এর অফিশিয়াল ওয়েবসাইটে neet.nta.nic.in-এ আগামী ৯ সেপ্টেম্বর থেকে দেওয়া হবে অ্যাডমিট কার্ড। সেখান থেকেই হল টিকিট ডাউনলোড করতে পারবেন আবেদনকারীরা। আগেই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি।যেখানে বলা হয়, পরীক্ষার তিনদিন আগে অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। তাই ১২ সেপ্টেম্বর পরীক্ষার দিন হলে স্বাভাবিকভাবেই ৯ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড বা হল টিকিট।


কীভাবে ডাউনলোড করবেন NEET 2021 UG-র অ্যাডমিট কার্ড ?


প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in-এ যান।
এখানে হোম পেজে অ্যাডমিট কার্ডের ডাউনলোড লিঙ্ক দেখতে পাবেন।
ওখানে লগ ইন করে নিটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন।


কী থাকতে পারে অ্যাডমিট কার্ডে ?
আবেদনকারীর নাম ও ব্যক্তিগত বিবরণ দেওয়া থাকবে কার্ডে।
এই কার্ডেই থাকবে পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর।
NEET 2021 রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও পরীক্ষা কেন্দ্রের বিবরণ।
থাকবে পরীক্ষার দিনের গাইডলাইন ও কোভিড-১৯ গাইডলাইন।
সেল্ফ ডিক্লারেশন ফর্ম। এই ফর্মে পরীক্ষার্থীকে তাঁর শারীরিক অবস্থা ও ট্রাভেল হিস্ট্রি সম্পর্কে জানাতে হয়। মূলত, কোভিডের সংক্রমণ রুখতেই এই বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার। 


এদিকে, NEET MDS 2021-এর কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঠিক করেছে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি(MCC)। আগামী ২০ অগাস্ট NEET MDS 2021-এর কাউন্সেলিং শুরু হবে। এই বিষয়ে বিশদে জানতে mcc.nic.in-এ লগ ইন করুন। নির্দিষ্ট দিনে প্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য রেজিস্টার করতে হবে। প্রথম ধাপের কাউন্সেলিং চলবে ২০-২৪ অগাস্ট। 


এরমধ্যেই ফিলিং/লকিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে প্রার্থীদের।প্রথম ধাপের আসন বণ্টন প্রক্রিয়া ২৬-১৬ অগাস্ট পর্যন্ত চলবে।এই বিষয়ে যাবতীয় ফল প্রকাশিত হবে ২৭ অগাস্ট। একবার আসন বণ্টন প্রক্রিয়া হয়ে গেলে নির্ধারিত কলেজে ২৮-১ সেপ্টেম্বরের মধ্যে যোগাযোগ যোগাযোগ করতে হবে আবেদনকারীদের।


Education Loan Information:

Calculate Education Loan EMI