এ বছরের শেষদিকে কোর্টে ফেরার লক্ষ্যে সানিয়া
Web Desk, ABP Ananda | 09 Feb 2019 07:23 PM (IST)
বেঙ্গালুরু: চলতি বছরের শেষ দিকে কোর্টে ফিরতে চাইছেন টেনিস তারকা সানিয়া মির্জা। ৩২ বছর বয়সি এই খেলোয়াড় শেষ খেলেছিলেন ২০১৭ সালের অক্টোবরে চায়না ওপেনে। সেখানে হাঁটুতে চোট পান তিনি। এরপর থেকেই মাঠের বাইরে তিনি। এরই মধ্যে গত বছরের অক্টোবরে তিনি সন্তানের জন্ম দেন। তবে এবার খেলায় ফেরার পরিকল্পনা করছেন তিনি। একটি সংবাদমাধ্যমকে সানিয়া জানিয়েছেন, ‘বছরের শেষে আমি প্রত্যাবর্তন ঘটাতে পারি। ১০ দিন পর থেকেই কন্ডিশনিং ট্রেনিং শুরু করে দেব। আমি ওজন কমিয়ে ফেলেছি। তাই টেনিসের উপযোগী শরীরচর্চা শুরু করে দেব। আমার ৩২ বছর বয়স। টেনিস খেলোয়াড় হিসেবে আমার বয়স কম নয়। তবে আমি যদি চেষ্টা না করি, তাহলে মারা যাব। টেনিস আমার জীবন। টেনিসই আমাকে সবকিছু দিয়েছে। আমার মধ্যে এখনও খেলা আছে।’ বিয়ে এবং সন্তানের জন্ম দেওয়ার পরেও খেলায় সাফল্য পাওয়ার লক্ষ্যে কিংবদন্তী স্টেফি গ্রাফকে আদর্শ করে এগিয়ে যেতে চাইছেন সানিয়া। তবে তাঁর সবচেয়ে পছন্দের টেনিস খেলোয়াড় জন ম্যাকেনরো।