অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সানিয়া মির্জা
Web Desk, ABP Ananda | 27 Jan 2017 03:45 PM (IST)
মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডাবলসের ফাইনালে পৌঁছলেন সানিয়া মির্জা ও তাঁর সঙ্গী ইভান ডডিজ। আজ সেমি-ফাইনালে সামান্থা স্তোসুর-স্যাম গ্রথকে হারিয়ে দিয়েছে ইন্দো-ক্রোয়শিয়ান জুটি। ৬-৪, ২-৬, ১০-৫। মিক্সড ডাবলসে এখনও পর্যন্ত তিনবার গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন সানিয়া। শেষবার ২০১৪ সালে ব্রাজিলের ব্রুনো সোয়ারেসের সঙ্গে ইউএস ওপেন। ডডিজের সঙ্গে গতবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছিলেন সানিয়া। তবে তাঁদের হারিয়ে দেন লিয়েন্ডার পেজ-মার্টিনা হিঙ্গিস। এবার ব্যক্তিগত সপ্তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের লক্ষ্যে নামবেন সানিয়া।