নয়াদিল্লি: সঙ্কট ও অনিশ্চয়তার মধ্যেই ইয়েস ব্যাঙ্কের আমানতকারীদের জন্য কিছুটা স্বস্তি। তাঁরা ডেবিট কার্ডের মাধ্যমে ইয়েস ব্যাঙ্ক তো বটেই, এমনকী অন্যান্য এটিএম থেকেও টাকা তুলতে পারবেন বলে জানানো হল। এর আগে শুক্রবারও এই ঘোষণা করা হয়েছিল। যদিও পরে সেই পদক্ষেপ থেকে পিছিয়ে আসে ইয়েস ব্যাঙ্ক। এবার ফের ট্যুইট করে এটিএম থেকে টাকা তোলা যাবে বলে জানানো হল।

রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ এপ্রিল পর্যন্ত ৫০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না ইয়েস ব্যাঙ্কের আমানতকারীরা। এই ঘোষণার পরেই এটিএমের বাইরে লম্বা লাইন দেখা যায়। আজ ভোরে ইয়েস ব্যাঙ্কের কর্ণধার রাণা কপূরকে গ্রেফতার করেছে ইডি। তাঁর বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। এর আগেই অবশ্য ইয়েস ব্যাঙ্কের পক্ষ থেকে এটিএম থেকে টাকা তোলার কথা জানানো হয়।