৩৩ বছর বয়সি সানিয়া সোশ্যাল মিডিয়ায় কয়েকমাস আগের ছবির পাশাপাশি তাঁর বর্তমান চেহারার ছবি দিয়ে লিখেছেন, ’৮৯ কিলো বনাম ৬৩। আমাদের প্রত্যেকেরই লক্ষ্য থাকে। দীর্ঘমেয়াদী লক্ষ্য ছাড়াও প্রতিদিনের নির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলি আমরা। প্রতিটি লক্ষ্যপূরণ করতে পারার জন্য আমাদের গর্বিত হওয়া উচিত। আমার লক্ষ্যপূরণ করতে চার মাস লেগেছে। সন্তানের জন্ম দেওয়ার পর আমি আবার ফিট হয়ে উঠেছি। মনে হচ্ছে, সর্বোচ্চ স্তরে খেলার জন্য যে ফিটনেস দরকার, সেটা আমি ফিরে পেয়েছি। তবে তার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। লোকে যা-ই বলুক না কেন, প্রত্যেকেরই স্বপ্নপূরণের চেষ্টা করা উচিত। আমি যদি করতে পারি, তাহলে সবাই পারবে।’
২০১০ সালের এপ্রিলে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিয়ে হয় সানিয়ার। ২০১৮ সালের এপ্রিলে তিনি ছেলের জন্ম দেন। দু’বছর পর কোর্টে ফিরেই ৪২-তম খেতাব জিতেছেন তিনি।