নয়াদিল্লি: টেনিসে বিশ্বের এক নম্বর ডাবলস খেলোয়াড় সানিয়া মির্জা এবার দুই মলাটের মাঝে ধরা দিতে চলেছেন। তাঁর আত্মজীবনী লেখার কাজ শেষ হয়ে গিয়েছে। জুলাই মাসে প্রকাশিত হতে চলেছে এই আত্মজীবনী।
হায়দরাবাদের টেনিস সুন্দরীর আত্মজীবনীর নাম ‘এস এগেইনস্ট অডস’। বাবা ইমরান মির্জা ও ক্রীড়া সাংবাদিক শিবানী গুপ্তর সাহায্যে আত্মজীবনী লিখেছেন সানিয়া।
২৯ বছর বয়সি এই সফল ক্রীড়াবিদ আত্মজীবনী নিয়ে আশাবাদী। তিনি বলেছেন, তাঁর আত্মজীবনী ভারতের ভবিষ্যৎ প্রজন্মের টেনিস খেলোয়াড়দের পথ দেখাতে পারে। তাঁর জীবনের গল্প যদি একজনকেও গ্র্যান্ড স্ল্যাম জিততে অনুপ্রাণিত করতে পারে তাহলে তিনি নিজেকে ধন্য মনে করবেন।
মাত্র ১৬ বছর বয়সে জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক টেনিসে জয়যাত্রা শুরু হয় সানিয়ার। এরপর সিঙ্গলস ও ডাবলসে তিনি সাফল্য পেতে থাকেন। তবে ২০১২ সালে সিঙ্গলস থেকে অবসর নেওয়ার পর থেকেই সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছেন সানিয়া। মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে টানা ৪১টি ম্যাচ জিতে রেকর্ড গড়েন এই ভারতীয়।
আত্মজীবনীতে টেনিস দুনিয়ায় এতদিনের সাফল্য-ব্যর্থতার কাহিনীর পাশাপাশি পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিয়ের বিষয়টিও থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
জুলাইয়ে প্রকাশিত হচ্ছে সানিয়া মির্জার আত্মজীবনী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 May 2016 11:46 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -