হায়দরাবাদ: শোয়েব মালিক চান, তাঁদের প্রথম সন্তান হোক মেয়ে। রাষ্ট্রসঙ্ঘের এক অনুষ্ঠানে সানিয়া মির্জা এ কথা জানালেন। অন্তঃসত্ত্বা সানিয়া জানিয়েছেন, ছেলেই হোক বা মেয়ে- সে যেন কখনও কাউকে ছোট চোখে না দেখে।


ইউএন উওমেন ইন্ডিয়ার #মুঝেহকহ্যায় প্রচার উপলক্ষ্যে একটি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দেন সানিয়া। বলেন, ছেলেই হোক বা মেয়ে, তা তাঁর কাছে গুরুত্ববহন করে না। তিনি সন্তানকে এমনভাবে বড় করবেন যাতে সে নিজেকে আর পাঁছঝনের সমান ভাবে, কাউকে ছোট চোখে না দেখে।

ভারতের সেরা মহিলা টেনিস খেলোয়াড় জানিয়েছেন, ৬ বছর বয়সে টেনিস খেলা শুরু করার সময় তাঁকে ও বাবা মাকে আত্মীয়দের ঠাট্টা বিদ্রুপের সম্মুখীন হতে হয়েছিল। সে সময় হায়দরাবাদের কোনও মেয়ে টেনিস খেলছে ভাবা যেত না। তাঁর বাবা সহ তাঁদের পরিবারও অনেকে ছিলেন ক্রিকেটার। তাই তিনি যখন টেনিস খেলা শুরু করেন, কাকা পিসিরা বলেছিলেন, আরে ও তো কালো হয়ে যাবে, কে বিয়ে করবে, তোমার মেয়ে কি মার্টিনা হিঙ্গিস হবে.. ইত্যাদি।

কিন্তু তাঁর বাবা কোনও কথায় কান দেননি, নিজের অবস্থানে দৃঢ় ছিলেন। আর অদ্ভুতভাবে তিনি তাঁর ৩টি গ্র্যান্ডস্লাম জিতেছেন মার্টিনা হিঙ্গিসের সঙ্গে। বলেছেন ৬ গ্র্যান্ডস্লাম জয়ী সানিয়া। টেনিসে নারী পুরুষের পুরস্কার পাওয়া অর্থের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এখনও মেয়েরা সমান অর্থের দাবিতে লড়াই করে চলেছেন, এ থেকেই বোঝা যায় অসাম্য সর্বত্র বিদ্যমান।