মিয়ামি: মিয়ামি ওপেনের ফাইনালে হতাশ করলেন সানিয়া মিজা ও তাঁর চেক প্রজাতন্ত্রের পার্টনার বারবরা স্ট্রাইকোভা। তাঁরা অবাছাই জুটি কানাডার গ্যাব্রিয়েলা ডাব্রোস্কি ও চিনের জু ইফানের কাছে স্ট্রেট সেটে হেরে গেলেন। সানিয়াদের বিপক্ষে ম্যাচের ফল ৪-৬, ৩-৬।
এই টুর্নামেন্টের আগে একসঙ্গে বা প্রতিপক্ষ হিসেবে খেলেননি ইফান ও ডাব্রোস্কি। কিন্তু মিয়ামি ওপেনে তাঁরা একের পর বাছাই প্রতিপক্ষকে হারিয়ে চমকে দিলেন। প্রতিপক্ষের সার্ভিস ভেঙে ফাইনালের শুরুটা ভালই করেন সানিয়ারা। কিন্তু এরপরেই ম্যাচের রাশ চলে যায় প্রতিপক্ষের হাতে। পরের ৯টি গেমের মধ্যে ৮টিই জিতে যান ইফান ও ডাব্রোস্কি। এরপর আর তাঁদের থামাতে পারেননি সানিয়ারা।
অবাছাই জুটির কাছে হার সানিয়া-স্ট্রাইকোভার
Web Desk, ABP Ananda
Updated at:
03 Apr 2017 12:15 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -