করাচি: ভারত-পাকিস্তান ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীদের সমালোচনার মুখে পড়া টেনিস তারকা সানিয়া মির্জার পাশে দাঁড়ালেন শোয়েব আখতার। তাঁর মতে, স্বামী শোয়েব মালিক পাকিস্তানের হয়ে খেলেন বলেই সানিয়ার সমালোচনা দুর্ভাগ্যজনক।
নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের প্রাক্তন পেসার আখতার বলেছেন, ‘সানিয়ার ভাগ্য খুব খারাপ। ও কিছু করলেই ভারত বা পাকিস্তানে অকারণে সমালোচনা করা হয়। পাকিস্তান যদি কোনও ম্যাচে হেরে যায়, তাহলে সানিয়ার সমালোচনা করা হয়। কারণ, ওর স্বামী পাকিস্তানের হয়ে খেলে।’
ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে সানিয়া, শোয়েব, ওয়াহাব রিয়াজ ও ইমাম উল হক গভীর রাতে একটি ক্যাফেতে গিয়েছিলেন বলে সোশ্যাল মিডিয়ায় যে ছবি ভাইরাল, সে বিষয়েও তাঁদের পাশে দাঁড়িয়েছেন আখতার। তিনি বলেছেন, ‘সানিয়া যদি ওর স্বামীর সঙ্গে বাইরে খেতে গিয়ে থাকে, তাহলে কী অপরাধ করেছে? ওর একটি সন্তান আছে। কারও পরিবার বা ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার অধিকার কে দিয়েছে? সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থাকলেই কারও পরিবারের দিকে আঙুল তোলা যায় না। সানিয়ার জন্য খারাপ লাগছে। ও কি স্বামীকে খারাপ খেলতে বলেছিল? নৈশভোজের সঙ্গে পারফরম্যান্সের কী সম্পর্ক?’
কোনও কারণ ছাড়াই সানিয়ার সমালোচনা দুর্ভাগ্যজনক, মন্তব্য শোয়েব আখতারের
Web Desk, ABP Ananda
Updated at:
20 Jun 2019 06:23 PM (IST)
নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের প্রাক্তন পেসার আখতার বলেছেন, সানিয়ার ভাগ্য খুব খারাপ। ও কিছু করলেই ভারত বা পাকিস্তানে অকারণে সমালোচনা করা হয়।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -