নয়াদিল্লি: আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাবের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ভারতীয় দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। ২০১৪ থেকে তিনি পঞ্জাবের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। কিন্তু এখন তিনি জাতীয় দলকেই পুরো সময়টা দিতে চান। তাই আইপিএল-এ আর দায়িত্ব নিতে নারাজ বাঙ্গার। সেই কারণেই তিনি পদত্যাগ করেছেন। তাঁর বদলে পঞ্জাবের দলটির কোচ হতে পারেন বীরেন্দ্র সহবাগ।


পদত্যাগ করার কথা জানিয়ে বাঙ্গার বলেছেন, ‘আমি নভেম্বরের শেষ সপ্তাহেই পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছিলাম। তবে এ মাসের দ্বিতীয় সপ্তাহে কিংস ইলেভেনের পক্ষ থেকে আমার সঙ্গে ফের যোগাযোগ করা হয়। কিন্তু সেই সময় আমি ইংল্যান্ড সিরিজ নিয়ে ব্যস্ত ছিলাম। সেই কারণেই এই সিরিজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিই আমি। তারপর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার কথা ঘোষণা করলাম।’

২০১৪ সালে বাঙ্গারের কোচিংয়েই প্রথমবার আইপিএল-এর ফাইনালে উঠেছিল পঞ্জাব। যদিও সেবার কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে যায় তারা। পরের দুটি আইপিএল-এ অবশ্য একেবারে শেষে ছিল কিংস ইলেভেন। গত আইপিএল চলাকালীন দলের মালকিন প্রীতি জিন্টার সঙ্গে ঝামেলায় জড়ান বাঙ্গার। ক্রিকেট মহলের ধারণা, সম্ভবত সেই কারণেই সরে দাঁড়ালেন পঞ্জাবের কোচ।

বাঙ্গার অবশ্য বিদায়ের সময় দলের কারও সঙ্গে ঝামেলার কথা উল্লেখ করেনি। তাঁর বক্তব্য, যে খেলোয়াড়দের তিনি বেছে নিয়েছিলেন, তাঁদের এখন ভাল খেলতে দেখে তিনি তৃপ্ত।