এই বাকযুদ্ধের পর গত ৬ জুলাই সেমিফাইনালে ভারতের যে সম্ভাব্য প্রথম একাদশ বেছে নিয়েছিলেন মঞ্জরেকর, সেই দলে জাডেজাকে রেখেছিলেন তিনি। কিন্তু আজ তিনি যে প্রথম একাদশের পূর্বাভাস দিয়েছেন, সেখানে তিনি রাখেননি জাডেজাকে।
উল্লেখ্য, মঞ্জরেকর প্রথম যে ট্যুইট করেছিলেন, সে সম্পর্কে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তিনি লিখেছিলেন, 'দেখছি যে আপনার বিটস অ্যান্ড পিসেস ক্রিকেটারকে প্লেয়িং ইলেভেন রেখেছেন'।
কিন্তু আজ মঞ্জরেকর যে প্রথম একাদশ বেছে নিয়েছেন, সেখানেই নেই জাডেজা। তাঁর বেছে নেওয়া দলে রয়েছেন রোহিত, রাহুল, বিরাট, পন্ত, কেদার, হার্দিক, ধোনি, কুলদীপ, শামি, চাহল ও বুমরাহ।
উল্লেখ্য, মঞ্জরেকের বলেছেন, 'আমি আধা ব্যাটসম্যান ও আধা বোলারের ভক্ত নই। একদিনের ক্রিকেটে রবীন্দ্র জাডেজা অনেকটা এ রকম। টেস্ট ক্রিকেটে ও পুরোপুরি একজন বোলার। আমি ৫০ ওভারের ক্রিকেটে প্রথম একাদশে কোনও ব্যাটসম্যান বা কোনও স্পিনারকে নিতে চাইব'।
মঞ্জরেকরের এই মন্তব্যের জবাবে জাডেজা ট্যুইট করে করে বলেন, 'আপনি যত ম্যাচ খেলেছেন, তার চেয়ে দ্বিগুণ ম্যাচ খেলেছি এবং এখনও খেলছি। অন্যদের সম্মান করতে শিখুন। আপনার এই বাজে কথার ফুলঝুরি সম্পর্কে অনেক কিছু শুনেছি'।