নয়াদিল্লি: ধারাভাষ্যকার কথা প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরেকরের ৫০ ওভারের ফর্ম্যাট নিয়ে সাম্প্রতিক মন্তব্য একেবারেই মেনে নিতে পারছেন না ক্রিকেট অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় তাঁর মন্তব্যের জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।
গত শনিবার হায়দরাবাদে চলতি সিরিজের প্রথম ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে ৬ উইকেট হারানোর পর ভারতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান মঞ্জেরেকর টুইট করে একদিনের ফর্ম্যাট নিয়ে তাঁর মন্তব্য জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সব সময়ই মনে হয়েছে যে, ৫০ ওভারের ক্রিকেট ১০ ওভার বেশি দীর্ঘ।



এরপরই ক্রিকেট অনুরাগীরা মঞ্জেরেকরের মন্তব্যের সমালোচনায় মুখর হন।




একজন লিখেছেন, ক্রিকেট একমাত্র খেলা যেখানে যাঁরা এর সঙ্গে যুক্ত তাঁরাই একে খাটো করেন।



কেউ মন্তব্য করেছেন, আপনি যখন ধারাভাষ্য দেন, তখন এটা মনে হয়।




আর একজনের পরামর্শ, তাহলে ৪০ ওভারের পর টিভি বন্ধ করে দিন।
এ ধরনের মন্তব্যে অনুরাগীরা মঞ্জেরেকরকে বিঁধেছেন।