নয়াদিল্লি: ট্যুইটারে ফের একবার সঞ্জয় মঞ্জরেকর ও রবীন্দ্র জাদেজার ‘ডুয়েল’। বিশ্বকাপ চলাকালীন ভারতীয় অলরাউন্ডারকে নিয়ে মন্তব্য করায় নেটিজেনদের নিন্দার মুখে পড়তে হয়েছিল প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারকে। রীতিমতো ট্রোলড হয়েছিলেন মঞ্জরেকর। এবার কিউই সফরে মঞ্জরেকরের ট্যুইটে তাঁকে ‘খোঁচা’ দিলেন খোদ জাড্ডু। অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জেতে ভারত। শ্রেয়স আইয়ারের ৪৪ এবং কেএল রাহুলের অপরাজিত ৫৭ রানের সুবাদে ১৫ বল আগে থাকতেই ১৩৩ রানের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। ম্যান অব দ্য ম্যাচ হন রাহুল। এরপরই সঞ্জয় মঞ্জরেকরের ট্যুইট, কোনও ব্যাটসম্যান নয়, একজন বোলারেরই প্রাপ্য ছিল ম্যাচ সেরার পুরস্কার।





ওই ট্যুইটে জাদেজার প্রশ্ন, ‘দয়া করে বোলারের নাম বলুন।’ যার উত্তরে মঞ্জরেকর আবার বলেন, “হয় তুমি নয় বুমরাহ। ৩, ১০, ১৮ ও ২০ ওভারে বল করতে এসে বুমরাহ ইকোনমিকাল ছিল।”





অকল্যান্ডে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে বোলিংয়ে সেরা পারফরম্যান্সের নজির রেখেছেন জাদেজা। ৪ ওভার বল করে ২১ রান দিয়ে ১ উইকেট এসেছে যশপ্রীত বুমরাহের ঝুলিতে।