দেখুন: মাঝমাঠ থেকে ফ্রিকিকে দুরন্ত গোল আটলান্টার জোসিপ ইলিসিকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jan 2020 02:18 PM (IST)
সিরি এ ম্যাচে আটলান্টার দুরন্ত পারফরম্যান্স। টোরিোর বিরুদ্ধে গত শনিবারের ম্যাচে আটলান্টা সাত গোল করে। আটলান্টার স্লোভেনিয়ান ফুটবলার জোসিপ ইলিসিকের পারফরম্যান্স এই ম্যাচে নজর কেড়ে নিল।
মিলান: সিরি এ ম্যাচে আটলান্টার দুরন্ত পারফরম্যান্স। টোরিনোর বিরুদ্ধে গত শনিবারের ম্যাচে আটলান্টা সাত গোল করে। আটলান্টার স্লোভেনিয়ান ফুটবলার জোসিপ ইলিসিকের পারফরম্যান্স এই ম্যাচে নজর কেড়ে নিল। হ্যাটট্রিক করলেন তিনি। এরমধ্যে একটি গোল করলেন প্রায় সেন্টার লাইন থেকে- ফ্রিকেকে। তাঁর দুরন্ত শট টরিনোর গোলরক্ষককে কোনও সুযোগ দেয়নি। খেলার তখন ৫৩ মিনিট। ফ্রিকিক নিতে গিয়ে জোসিপ দেখলেন টোরিনো গোলরক্ষক সালভ্যাটোর সিরিগু গোললাইন ছেড়ে এগিয়ে এসেছেন। তা দেখে প্রায় মাঝ মাঠ থেকে নেওয়া ফ্রিককে বল ভাসিয়ে দিলেন গোলরক্ষকের মাথার ওপর দিয়ে। নিখুঁজ শট জড়িয়ে গেল বিপক্ষের গোলে। জোসিপের এই গোলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। স্লোভেনিয়ার ফরোয়ার্ড ম্যাচের ১৭ মিনিটে গোল করে এগিয়ে দেন দলকে। বিরতির পর আট মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে ব্যবধান বাড়ান তিনি।