জয়পুর: একজন পূর্বসূরি, একজন তাঁর উত্তরসূরি। কিন্তু খেলার মাঠে ২ জনের অনেক মিল। ২ জনেই উইকেট কিপার ব্য়াটার। ২ জনেই ব্যাট হাতে ২২ গজে ঝড় তুলতে ওস্তাদ। আর সবচেয়ে উল্লেখযোগ্য ২ জনেই বরফশীতল মস্তিষ্কের। অধিনায়ক ধোনির সঙ্গে তাই অনেকেই অধিনায়ক স্যামসনের মিল পান। এবার সে কথাই শোনা গেল ইংল্য়ান্ডের প্রাক্তন লেগস্পিনার গ্রেম সোয়ানের গলায়। রাজস্থান রয়্যালস অধিনায়কের প্রশংসা শোনা গেল সোয়ানের গলায়।
কী বললেন গ্রেম সোয়ান?
ইংল্য়ান্ডের প্রাক্তন স্পিনার বলছেন, ''সঞ্জুকে গত কয়েক বছর ধরে আমি আইপিএলের মঞ্চে দেখছি। ওকে যতবার আমি দেখছি, ততই দেখতে পাচ্ছি যে সঞ্জুর মধ্যে সেই পরিণতবোধ আরও বেড়ে গিয়েছে। ক্রমেই ও একজন পরিণত নেতা হয়ে উঠেছে। সিনিয়র প্লেয়ার হিসেবেও নিজেকে আরও ধারালো করে তুলেছে ও। দল পরিচালনা করছে অনেক বছর ধরে। মাথাটা অসম্ভব ঠাণ্ডা। রাজস্থানের জার্সিতে ক্রমেই মিস্টার ডিপেন্ডেবল হয়ে উঠেছে সঞ্জু। কখনও উত্তেজিত হয় না। কখনও ওকে মাথা গরম করতে দেখিনি। একেবারে ধোনির প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি আমরা স্যামসনের মধ্যে। ধোনির মতোই নিঁখুত ম্যাচ রিড করার ক্ষমতা রয়েছে স্যামসনের মধ্যে।''
তাঁর বলে জোরাল স্যুইপ শট খেললেন নীতীশ রানা (Nitish Rana)। গ্যালারি গর্জন করে উঠল এই ভেবে যে, বল বাউন্ডারি পেরিয়ে যাবে। কিন্তু ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগে শিমরন হেটমায়ারের তালুবন্দি হলেন নাইট নেতা। মুষ্টিবদ্ধ দুহাত আকাশের দিকে ছুড়ে দিলেন বোলার যুজবেন্দ্র চাহাল। তারপর হাত জোড় করে যেন ধন্যবাদ দিলেন সর্বশক্তিমানকে।
আইপিএলে ইতিহাস গড়লেন হরিয়ানার লেগস্পিনার। নীতীশকে ফেরানোর সঙ্গে সঙ্গে আইপিএলে ১৮৪ শিকার হয়ে গেল চাহালের। ভেঙে দিলেন ডোয়েন ব্র্যাভোর রেকর্ড। চাহালই এখন আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি।
নিঃশব্দ ঘাতক। যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) জন্য হয়তো এই তকমাটাই প্রযোজ্য। সুনীল নারাইনের (Sunil Narine) মতো তাঁকে নিয়ে আইপিএলে (IPL 2023) জয়োধ্বনি নেই। লাসিথ মালিঙ্গার মতো প্রচারের আলোয় থাকেন না। তবু বল হাতে কামাল করে চলেছেন যুজবেন্দ্র চাহাল। চলতি আইপিএলে তাঁর ১২ উইকেট হয়ে গেল। তিনিই এখন আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি। ডোয়েন ব্র্যাভোর আইপিএলে ১৮৩ উইকেট রয়েছে। একটা সময় তিনিই ছিলেন শীর্ষে ।চাহাল সেই রেকর্ড ভেঙে দিলেন।
বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এক উইকেট নিলেই মাইলফলক স্পর্শ করার হাতছানি ছিল রাজস্থান রয়্যালসের স্পিনারের সামনে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন চাহাল।