Google Pixel 7a: ভারতে লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৭এ (Google Pixel 7a) ফোন। ভারতে এই ফোন লঞ্চ হয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। এই ভ্যারিয়েন্টের দাম ৪৩,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট থেকে এই ফোন কিনতে পারবেন আগ্রহীরা। লঞ্চ অফার হিসেবে ৪০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। তবে সেক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোন কিনতে হবে। সেক্ষেত্রে গুগল পিক্সেল ৭এ ফোনের দাম হবে ৩৯,৯৯৯ টাকা। চারকোল,স্নো এবং সি- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৭এ ফোন।
গুগল পিক্সেল ৭এ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ৬.১ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এর উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩ স্ক্রিন। ডিসপ্লের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। গুগল পিক্সেল ৭এ ফোনের ডিসপ্লেতে এইচডিআর সাপোর্ট রয়েছে।
- গুগল পিক্সেল ৭এ ফোনে রয়েছে গুগল সংস্থার নিজস্ব টেনসর জি২ প্রসেসর। এছাড়াও রয়েছে ৪৩৮৫ এমএএইচ ব্যাটারি। এই ফোনের প্রসেসরের সঙ্গে রয়েছে Titan M2 সিকিউরিটি কো-প্রসেসর। এছাড়াও রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভি ৫.৩ এবং এনএফসি সাপোর্ট।
- গুগল পিক্সেল ৭এ ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং সেখানে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। এছাড়াও রয়েছে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসর। আর ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
নোকিয়া সি২২
নোকিয়া সি২২ ফোন (Nokia C22) সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে। নোকিয়ার এই ফোনের ২ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৮৪৯৯ টাকা। অর্থাৎ ১০ হাজার টাকার কমেই কেনা যাবে নোকিয়ার এই নতুন ফোন।
ওপ্পো এফ২৩ ৫জি ফোন
ওপ্পো সংস্থা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে যে তারা ওপ্পো এফ২৩ ৫জি (Oppo F23 5G) ফোন ভারতে লঞ্চ করবে। শোনা যাচ্ছে, এই ফোন সোনালি রঙে লঞ্চ হতে চলেছে। ওপ্পো এফ২৩ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। তার সঙ্গে এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ৬৭ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট এবং একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। আগামী ১৫ মে ওপ্পো এফ সিরিজের নতুন ফোন লঞ্চ হবে। ওপ্পো ইন্ডিয়া স্টোর থেকে এই ফোন কেনা যাবে।
আরও পড়ুন- গরমকালে জল ঠান্ডা রাখতে ফ্রিজকেও হার মানাবে মাটির কুঁজো! কেন ঠান্ডা থাকে জল?