দুবাই: এশিয়া কাপে (Asia Cup) ভারতের অভিযান শুরুই হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Ind vs Pak) বিরুদ্ধে ম্যাচ দিয়ে। যে ম্যাচের আগে বাবর আজমদের প্রতিপক্ষদের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের হেড কোচ সাকলিন মুস্তাক।


সাকলিন জানিয়েছেন, শুধু ভারত বলে নয়, যে কোনও প্রতিপক্ষকেই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রয়েছে পাক বোলিং আক্রমণের। ২৭ অগাস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup 2022)। আর টুর্নামেন্টের দ্বিতীয় দিনই মারকাটারি লড়াই। রবিবাসরীয় মহারণে ভারত মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। সাকলিনের মতে, শাহিন শাহ আফ্রিদির অনুপস্থিতিতে কোনও সমস্যা হবে না পাকিস্তানের। বরং তিন পেসার নাসিম শাহ, মহম্মদ হাসনাইন এবং হ্যারিস রউফই ভারতকে চাপে রাখার জন্য যথেষ্ট।


গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানোর পর প্রথম বার ভারত-পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে চলেছে। সেই ম্যাচে ভারতের তারকা তিন ব্যাটার- বিরাট কোহলি, কে এল রাহুল, রোহিত শর্মাকে ফিরিয়ে জয়ের রাস্তা সুগম গড়েছিলেন শাহিন আফ্রিদি। তবে এ বার এশিয়া কাপে হাঁটুর চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন আফ্রিদি।


তবে সাকলিন মুস্তাক বলেছেন, ‘গত কয়েক বছর ধরে পাকিস্তান দলের পরিকল্পনা এবং চাহিদা মতো কাজ করে আসছে এই তিন বোলার। হেড কোচ হিসেবে আমি এবং গোটা কোচিং স্টাফের এদের দক্ষতার উপর ভরসা রয়েছে। শাহিন আক্রমণকে নেতৃত্ব দেয়। তবে বাকিদেরও পরিস্থিতি অনুযায়ী ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে।’


সাকলিন যোগ করেছেন, ‘নাসিম শাহ, মহম্মদ হাসনাইন এবং হ্যারিস রউফ যে কোনও টিমের ব্যাটিং অর্ডারকে ধ্বংস করে দিতে পারে। ভালো আবহাওয়া খেলায় আমাদের আরও সাহায্য করবে।’


 




একটা সময় মনে করা হতো, ভারতের কোনও ক্রিকেটারের শ্রেষ্ঠত্ব প্রতিফলিত হয় পাকিস্তানের বিরুদ্ধে তিনি কেমন পারফর্ম করছেন তার ওপর। ইদানীং ভারত-পাক দ্বিপাক্ষিক দ্বৈরথ হয় না। দুই দেশের সাক্ষাৎ বলতে আইসিসি বা এশীয় ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টে। কোহলি এখনও পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলেননি। তবে সীমিত ওভারের ক্রিকেটে পাক বোলারদের বিরুদ্ধে নজরকাড়া পারফরম্যান্স তাঁর। এশিয়া কাপে ছন্দে ফিরতে মরিয়া থাকবেন কোহলি।


আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে মহারণের আগে পাকিস্তানের চিন্তা বাড়াচ্ছে তরুণ ফাস্ট বোলারের ফিটনেস