নয়াদিল্লি: ফের শিরোনামে সারা তেন্ডুলকর (Sara Tendulkar)। এবার 'ডিপফেক'-এর (Deepfake) ফাঁদে সচিন-কন্যা সারা (Sachin Tendulkar Daughter)। সোশ্যাল মিডিয়ায় সরব তারকা কন্যা। তড়িঘড়ি পদক্ষেপের আবেদন করলেন সারা। 


'ডিপফেক' ছবি ভাইরাল সারা তেন্ডুলকরের, সোশ্যাল মিডিয়ায় সরব তারকা কন্যা


কিংবদন্তি ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকরের কন্যা প্রায়ই সোশ্যাল মিডিয়া বা খবরের শিরোনামে থাকেন। তার মধ্যে সম্প্রতি তাঁর সঙ্গে ভারতীয় ক্রিকেটার শুভমন গিলের প্রেমের চর্চা তুঙ্গে। টিম ইন্ডিয়ার বিশ্বকাপের ম্যাচগুলিতে তাঁর উপস্থিতি অনুরাগীদের আরও উত্তেজিত করেছে। ফের তিনি উঠে এলেন শিরোনামে। তবে এবার সেই কারণ খুব একটা সুখকর নয়। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করে তিনি দাবি করেন 'এক্স'-এ কিছু এমন হ্যান্ডল তৈরি হয়েছে যারা ছদ্মবেশে নিজেদের সারা তেন্ডুলকর বলে দাবি করছে এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর 'ডিপফেক' ছবি ছড়িয়ে দিচ্ছে।


একটি দীর্ঘ পোস্টে সারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা ও কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লেখেন, এমন কিছু অ্যাকাউন্ট তৈরি হয়েছে যেগুলো সারার নামে নকল হ্যান্ডল। সম্প্রতি ইন্টারনেটের বাসিন্দাদের জন্য 'ডিপফেক' একটি বিপদ তৈরি করছে। এর জন্য কেবল সাধারণ মানুষ নন, চিন্তায় রয়েছেন তারকারাও। এর আগে 'ডিপফেক' ফাঁদে পড়েছিলেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা ও ক্যাটরিনা কাইফও। 


এদিন সোশ্যাল মিডিয়ায় সারা লেখেন, 'সোশ্যাল মিডিয়া আমাদের জন্য দারুণ একটি স্থান যেখানে আমরা আমাদের আনন্দ, দুঃখ বা রোজের কার্যকলাপ ভাগ করে নিতে পারি। যদিও প্রযুক্তির এই অপব্যবহার অত্যন্ত উদ্বেগজনক কারণ এতে ইন্টারনেটের সত্যতা থেকে অনেক দূরে নিয়ে যায়।'




তিনি আরও লেখেন, 'এক্সের কিছু অ্যাকাউন্ট (পূর্ববর্তী ট্যুইটার) নিশ্চিতভাবে তৈরি করা হয়েছে আমাকে নকল করার জন্য ও মানুষকে ভুল পথে চালিত করার জন্য। আমাক এক্সে কোনও অ্যাকাউন্ট নেই এবং আমি আশা করব এক্স কর্তৃপক্ষ এই ধরনের অ্যাকাউন্টগুলো খুঁজে বের করবেন এবং তাদের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেবেন।'


আরও পড়ুন: New Releases: 'লিও' থেকে 'স্ক্যুইড গেম', ওটিটিতে মুক্তি পাচ্ছে একগুচ্ছ সিরিজ-সিনেমা


শেষে সারা লেখেন, 'সত্যের দামে কখনও মনোরঞ্জন করা উচিত নয়। সত্যতা ও বাস্তবতার ভিত্তিতে যোগাযোগ স্থাপনের ওপরই জোর দেওয়া হোক।' সোশ্যাল মিডিয়ায় সারার এই ইনস্টাগ্রামে দেওয়া স্টোরি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। প্রথমে সারা তেন্ডুলকর এই স্টোরি মুছে দেওয়ার সিদ্ধান্ত নেন, তবে পরে ফের এই স্টোরি তিনি পোস্ট করেন কিছু বদল সমেত। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y