পাক টি-২০ দলের অধিনায়ক পদে সরফরাজ আহমেদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Apr 2016 09:15 AM (IST)
লাহোর: শাহিদ আফ্রিদি সরে গিয়েছেন। পাকিস্তান টি-২০ দলের অধিনায়ক পদে নিযুক্ত হলেন সরফরাজ আহমেদ। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তরফে বলা হয়েছে, পিসিবি আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, পাকিস্তান টি-২০ দলের অধিনায়ক পদে সরফরাজ আহমেদকে নিয়োগ করা হল। সরফরাজকে গত বছর একদিন ও টি-২০ দলের সহকারী অধিনায়ক করা হয়েছিল। তিনি শাহিদ আফ্রিদির হাত থেকে সবচেয়ে ছোট ফর্ম্যাটের ক্রিকেটে দলের রাশ তুলে নিচ্ছেন। ২০১৬-র আইসিসি টি ২০ বিশ্বকাপের পর অধিনায়ক পদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে আফ্রিদির। আফ্রিদি টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে পরাজয় সহ দলের সামগ্রিক শোচনীয় পারফরম্যান্সের পর ইস্তফা দিয়েছেন। তাঁর জায়গায় সরফরাজই আসছেন, মোটামুটি এটা প্রত্যাশিতই ছিল। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান তেমনই জানাচ্ছেন। তিনি বলেছেন, সরফরাজের সঙ্গে আজ সকালেই কথা বলেছি। অধিনায়ক পদে আমাদের স্বাভাবিক পছন্দ যে ও-ই, তা জানিয়েছি। নতুন ভূমিকায় ওঁর সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছি। এমন সময়ে সরফরাজের কাঁধে নেতৃত্বের গুরুদায়িত্ব এল যখন পাক ক্রিকেট দিশাহারা অবস্থার মধ্যে রয়েছে। আফ্রিদির বিদায়েই সাম্প্রতিক ব্যর্থতার অধ্যায়ে ইতি পড়েনি, গোড়ায় একরোখা মনোভাব দেখিয়েও গতকাল প্রধান কোচের পদ ছাড়তে হয়েছে ওয়াকার ইউনিসকে। ২৮ বছরের উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ ২১টি টেস্টে ১২৯৬ রান করেছেন। একদিনের ক্রিকেটে ৫৮ ম্যাচে তাঁর রান ১০৭৭ রান। ২১টি টি-২০ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ২৯১ রান।