রিও: বিধি নিষেধের বেড়া ভেঙে, রক্ষণশীল সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে রিও অলিম্পিকে ম্যারাথনে অংশ নিচ্ছেন সৌদি আরবের তরুণী সারা আল-আত্তার। এই প্রথম সেদেশের কোনও মহিলা খেলোয়াড় অলিম্পিকে অংশ নিচ্ছেন।
বছর ২৩-এর আত্তার এর আগে ২০১২-র লন্ডন গেমস্-এ ৮০০ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। অত্যন্ত সংরক্ষণশীল দেশের মেয়ে হওয়ায় বিধি মাথা থেকে পা অবধি ঢেকে সেই প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন আত্তার।
সৌদির প্রথম মহিলা অলিম্পিয়ানস্ আত্তার রিওর ৪২ কিলোমিটার ম্যারাথন রেসে অংশ নেবেন। সোমবারই ওই তরুণী এবং সাত সৌদি-র পুরুষ খেলোয়াড় রিও পৌঁছে গিয়েছেন। সেদেশে লিঙ্গ বৈষম্য এতটাই প্রবল যে, দেশের মহিলা প্রতিনিধির নাম ওয়েবসাইটে দেয়নি সৌদি অলিম্পিক কমিটি।
আত্তার ছাড়াও অলিম্পিকে অংশ নেবেন আরও ৪ সৌদি মহিলা। তাঁরা কেউই সরাসরি প্রতিযোগিতায় কোয়ালিফাই করেনি। কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির থেকে বিশেষ আমন্ত্রণ পেয়ে সেখানে যোগ দিতে যাচ্ছেন তাঁরা।
নিষেধ ভেঙে রিও ম্যারাথনে সৌদি তরুণী
Web Desk, ABP Ananda
Updated at:
02 Aug 2016 12:33 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -