টোকিও: পদক জয়ের আশা ছিল। কিন্তু আশা জাগিয়েও ব্যর্থ হলেন মনু ভাকের ও সৌরভ চৌধুরী। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ফাইনালে উঠতে ব্যর্থ তাঁরা। দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে প্রথম স্থান অর্জন করেছিল এই জুটি। কিন্তু দ্বিতীয় রাউন্ডে আশাহত করে সপ্তম স্থানে শেষ করেন মনু-সৌরভ। 


অলিম্পিক্সে পদক পাওয়ার সুযোগেই এদিন নেমেছিল ভারতের শ্যুটারদের সামনে। ভাল পারফরম্যান্স দেখাতে পারলে সকালেই পদক পেতে পারতেন মনু ভাকের ও সৌরভ চৌধুরী এবং যশস্বিনী সিংহ দেশোয়াল ও অভিষেক ভার্মা। কিন্তু তা আর হয়ে উঠল না।


এছাড়া ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম গোল্ড মেডেল ম্যাচও রয়েছে আজ। ভারতের হয়ে লড়াই করবেন মনু, সৌরভ, যশস্বিনী ও অভিষেক। তাঁরা যদি যোগ্যতা অর্জন করতে পারেন, তাহলে সোনা জয়ের সুযোগও থাকছে। শ্যুটিংয়ে আজ আরও দু’টি পদক জয়ের ইভেন্ট রয়েছে। ভারতের শ্যুটাররা যদি ভাল পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে পদক জয়ের সুযোগ থাকবে। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ব্রোঞ্জ মেডেল ম্যাচে লড়াই করবেন ভারতের দীপক কুমার ও অঞ্জুম মুদগিল এবং এলাভেনিল ভালারিভান ও দিব্যাংশ সিংহ পানোয়ার। পদক পেতে গেলে তাঁদের যোগ্যতা অর্জন করতে হবে এবং দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে হবে। ব্রোঞ্জ মেডেল ম্যাচের পর ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম গোল্ড মেডেল ম্যাচে লড়াই করবেন দীপক ও অঞ্জুম এবং এলাভেনিল ও দিব্যাংশ।