নয়াদিল্লি: লোঢা সুপারিশ নিয়ে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ৷ যে সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থা লোঢা সুপারিশ মানতে নারাজ, তাদের আর্থিক অনুদান বন্ধ রাখতে হবে৷ লোঢার প্রস্তাবগুলি মানতে রাজি বলে আদালতে হলফনামা পেশ করলে তবেই ওই ক্রিকেট সংস্থাগুলি পাবে আর্থিক অনুদান৷ ১৩ টি রাজ্য ক্রিকেট সংস্থার প্রতিটিকে ১৬ কোটি ৭২ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে৷ কিন্তু, হলফনামা পেশ না করা পর্যন্ত ওই অর্থের সদ্ব্যবহার করতে পারবে না তারা৷ এই মর্মে বিসিসিআইকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ পাশাপাশি, লোঢা সুপারিশ নিয়ে আইসিসির সঙ্গে কী কথাবার্তা হয়েছে, তা ব্যক্তিগত হলফনামা দাখিল করে বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুরকে জানাতে বলেছে সর্বোচ্চ আদালত৷