সেঞ্চুরিয়ন: সেঞ্চুরিয়নে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট চলাকালীন ভারতীয় দলের হোটেলের পাশের এলাকায় পরিস্থিতি রীতিমত উত্তপ্ত। জোহানেসবার্গ সহ দক্ষিণ আফ্রিকার বেশ কিছু এলাকায় ইকোনমিক ফ্রিডম ফাইটার্স নামে এক সংগঠন সহিংস আন্দোলনে নেমেছে।
এই পরিস্থিতিতে বাড়ানো হয়েছে ভারতীয় দলের নিরাপত্তা।
ভারতীয় দল যে হোটেলে রয়েছে, ঠিক তার পাশের এক শপিং মলে বেশ কয়েকজন বিক্ষোভকারী ঢুকে পড়ে এক কোম্পানির বিরুদ্ধে প্রদর্শন দেখাতে থাকেন। তাঁদের অভিযোগ, ওই কোম্পানির বিজ্ঞাপনে বর্ণবিদ্বেষ তুলে ধরা হয়েছে।
বহুজাতিক ওই সংস্থার শোরুমে ঢুকে প্রচণ্ড ভাঙচুর হয়, জিনিসপত্র লুঠপাটও হয় যথেষ্ট। এই মলেরই পাশে এক পাঁচতারা হোটেলে উঠেছে টিম ইন্ডিয়া।
মল ও আশপাশের এলাকার নিরাপত্তা এই ঘটনার পর বাড়িয়ে দেওয়া হয়েছে।
জোহানেসবার্গের পাশাপাশি আরও বেশ কিছু শহরে বিক্ষোভ দেখিয়ে ওই সংস্থার শোরুমে ভাঙচুর চালিয়েছেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে সংস্থা কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থনা করেছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
জোহানেসবার্গে ভারতীয় দলের হোটেলের পাশেই হিংসা, বাড়ানো হল নিরাপত্তা
ABP Ananda, Web Desk
Updated at:
14 Jan 2018 01:08 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -