নয়াদিল্লি: আইসিসি-র বিচারে বর্ষসেরা ক্রিকেটার এবং সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হওয়ার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভেসে যাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। রাহুল দ্রাবিড় (২০০৪) এবং সচিন তেন্ডুলকরের (২০১০) পর তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে বর্ষসেরা হয়েছেন অশ্বিন। স্বভাবতই তাঁকে ঘিরে উচ্ছ্বাস ভারতীয় ক্রিকেটমহলে।


 

অশ্বিনকে অভিনন্দন জানিয়েছেন ভারতের কোচ অনিল কুম্বলে, শিখর ধবন, হরভজন সিংহ, ইরফান পাঠান, বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর সহ অনেকেই। তবে নজর কেড়ে নিয়েছেন যথারীতি বীরেন্দ্র সহবাগ। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মজার ছলে তিনি অশ্বিনকে অভিনন্দন জানিয়েছেন।