নয়াদিল্লি: সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারা, অ্যাডাম গিলক্রিস্ট নন, বীরেন্দ্র সহবাগকেই সবচেয়ে বেশি ভয় পেতেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক। তাঁকে বহু রাত ঘুমোতে দেননি ‘মুলতানের সুলতান’ সহবাগ। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন ইনজামাম।


২০০৪ সালে ভারতের পাকিস্তান সফরে অধিনায়ক ছিলেন ইনজামাম। মুলতানে প্রথম টেস্টে সহবাগ ৩০৯ রান করেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ৯টি টেস্ট খেলে মোট ১,২৭৬ রান করেছিলেন সহবাগ। শুধু রান করাই নয়, তাঁর স্ট্রাইক রেট এবং মাঠের চারদিকে স্ট্রোক খেলা বিপক্ষের বোলারদের মনোবল ভেঙে দিত। সেই কারণেই তাঁকে এত ভয় পেতেন ইনজামাম। তিনি বলেছেন,  ‘সহবাগ খুব বিপজ্জনক খেলোয়াড় ছিল। টেস্ট বা একদিনের ম্যাচে ও যদি ৮০ করত, তার মানে ওর দল সেই ইনিংসে ৩০০ বা তার বেশি রান করত। সহবাগ যত বেশি সময় ক্রিজে থাকত, ততই বোলারদের মনোবল ভেঙে দিত। অধিনায়ক হিসেবে সেটা আমার কাছে সবচেয়ে ভয়ের ছিল।’

ভারত-পাক সিরিজ বন্ধ হয়ে যাওয়ায় হতাশ ইনজামাম বলেছেন, এর ফলে পাকিস্তানের ক্রিকেটের প্রচুর ক্ষতি হয়েছে। তাঁর বক্তব্য, ‘ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ না হওয়া দু দেশের পক্ষেই খারাপ। পাকিস্তানের পক্ষে এটা আরও খারাপ। কারণ, কোনও বিদেশি দলই পাকিস্তানে খেলতে আসছে না। ফলে সিনিয়র জাতীয় দলের হয়ে খেলতে নামার আগে আন্তর্জাতিক দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছে না পাকিস্তানের তরুণ ক্রিকেটাররা। ভারত-পাকিস্তান সিরিজ দেখতে চান ক্রিকেটপ্রেমীরা। কিন্তু সরকারি স্তরে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের কিছু করার নেই। ব্যক্তিগতভাবে আমি সবসময় ভারতের বিরুদ্ধে খেলার চ্যালেঞ্জ উপভোগ করেছি। এটা আমাকে খেলোয়াড় হিসেবে উন্নতি করতে সাহায্য করেছে। আমার কাছে ভারত-পাক সিরিজ সবসময় অ্যাশেজের থেকে বড়।’