নয়াদিল্লি: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের দল ঘোষণা করতে হবে ২৫ এপ্রিলের মধ্যে। ভারতীয় দলে তিন পেসার উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার ও যশপ্রীত বুমরাহর জায়গা নিশ্চিত। পেসার অলরাউন্ডার হিসেবে থাকবেন হার্দিক পাণ্ড্য। কিন্তু চতুর্থ পেসার কে হবেন, সেটা নিয়েই দ্বিধাগ্রস্ত নির্বাচকরা। দৌড়ে আছেন অভিজ্ঞ বাঁ হাতি পেসার আশিস নেহরা ও বাংলার পেসার মহম্মদ শামি। অধিনায়ক বিরাট কোহলির পছন্দ নেহরা। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে শামির সাফল্য তাঁকে লড়াইয়ে রেখেছে। যদিও বিসিসিআই সূত্রে খবর, উমেশ ও শামির বোলিংয়ের ধরন একইরকম হওয়ায় দলে আসতে পারেন নেহরা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে নিশ্চিতভাবেই থাকবেন দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। ব্যাটিং বিভাগ নিয়ে বিশেষ চিন্তা নেই। ওপেনার লোকেশ রাহুল কাঁধের চোটের জন্য খেলতে না পারলেও বিকল্পের অভাব নেই। এবারের আইপিএল-এ চমকপ্রদ পারফরম্যান্স দেখানো কেরলের বোলার বাসিল থাম্পি স্ট্যান্ডবাই হিসেবে থাকতে পারেন বলে জানা গিয়েছে।
শামি না নেহরা? চ্যাম্পিয়ন্স ট্রফির দল বাছাইয়ের আগে দ্বিধায় নির্বাচকরা
Web Desk, ABP Ananda
Updated at:
23 Apr 2017 03:52 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -