কিংস্টন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার ইউনিস খান। তিনি অবসরের সিদ্ধান্ত বদলাতে পারেন বলে জল্পনা চলছিল। মিসবা উল হক বলেছেন, ইউনিসকে পাকিস্তান দলে দরকার। তাঁর আরও দু-এক বছর খেলা উচিত। তবে পাক সংবাদমাধ্যমে এক ভিডিও বার্তায় ইউনিস জানিয়ে দিয়েছেন, তাঁর অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজে সব ইনিংসেই শতরান করলেও, তিনি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না।


প্রথম ও এখনও পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে সবকটি টেস্টখেলিয়ে দেশের বিরুদ্ধে টেস্টে শতরান করার অনন্য রেকর্ডের অধিকারী ইউনিস। পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রান করার জন্য তাঁকে আর মাত্র ২৩ রান করতে হবে।