নয়া দিল্লি : টি২০-র অধিনায়কত্ব না ছাড়ার জন্য শুধু বিসিসিআই সভাপতিই নন, নির্বাচকরাও অনুরোধ করেছিলেন বিরাট কোহলিকে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যে সিলমোহর দিয়ে এই মন্তব্য করলেন অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটির চেয়ারম্যান চেতন শর্মা। 


তিনি জানিয়েছেন, নির্বাচকরা সবসময়ই সাদা বলের জন্য একজন অধিনায়ক চেয়েছেন। কেউই বিরাট কোহলিকে টি২০-র অধিনায়কত্ব ছাড়ার জন্য জোর করেননি।


চেতন শর্মার এই ঘোষণা এমন একটা সময় এল, যখন তিনি দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করছেন। রোহির শর্মার অনুপস্থিতিতে, কে এল রাহুল একদিনের স্কোয়াডকে নেতৃত্ব দেবেন। তাঁর ডেপুটি হিসেবে কাজ করবেন জসপ্রীত বুমরা।


ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে চেতন শর্মা (Chetan Sharma) বলেন, এটা বিরাটের নিজেরই সিদ্ধান্ত ছিল। কেউই তাঁকে টি২০-র অধিনায়কত্ব ছাড়তে বলেননি। একবার তিনি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর, নির্বাচকদের চিন্তাভাবনা করতেই হত। কারণ আমরা মনে করি, সাদা বলের ফরম্যাটের জন্য একজন অধিনায়ক থাকা উচিত। কারণ, নির্বাচকদের পক্ষে পরিকল্পনা করা সোজা। এব্যাপারে আমরা তাঁকে জানিয়েছিলাম। 


আরও পড়ুন ; দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা বিসিসিআইয়ের, অধিনায়কত্বে রাহুল


তাঁর সংযোজন, একদিনের সিরিজের জন্য নতুন অধিনায়ক নির্বাচন করার সিদ্ধান্তটা নির্বাচকদের। যেই নির্বাচক কমিটি সিদ্ধান্তে পৌঁছেছে, আমি সঙ্গে সঙ্গে বিরাটকে কল করেছি। এটা টেস্ট মিটিং সিলেকশন ছিল। সেই সিলেকশন কমিটিতে তাঁকে বিষয়টি জানাতে চাইনি। তাই, আমাদের মিটিং শেষ হয়ে যাওয়ার পর তাঁকে ফোন করেছি। তাঁকে জানিয়েছি যে, এটা নির্বাচকরা ভাবছেন। সাদা বলের একজন অধিনায়ক থাকা উচিত। আমাদের ভাল কথোপকথন হয়েছে। 


তাঁকে জানতে চাওয়া হয় বোর্ড আর কোহলির মধ্যে কোনও বিভ্রান্তি আছে কি না ? এপ্রসঙ্গে চেতন শর্মা বলেন, "কোনও বিভ্রান্তি নেই। বোর্ড, নির্বাচক এবং খেলোয়াড়দের মধ্যে কমিউনিকেশনের কোনও সমস্যা নেই।"