নয়াদিল্লি: আগামীকাল রবিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চলতি টি ২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। প্রথম ম্যাচ ভেস্তে গেলেও মোহালিতে দ্বিতীয় ম্যাচে জয়ী হয়ে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। তৃতীয় ম্যাচের আগে ফুরফুরে মেজাজে ভারতীয় দল। দলের সদস্যরা একে অপরের সঙ্গে চুটিয়ে মজা করতেও ছাড়ছেন না। রোহিত শর্মা বিমানে যাওয়ার সময় তাঁর ওপেনিং পার্টনার শিখর ধবনের একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে শিখরকে আপনমনে কিছু বলতে দেখা গিয়েছে। ওই ভিডিওতে রোহিতের ক্যাপশনও যথেষ্ট মজাদার। তিনি লিখেছেন, 'না না, ও আমার সঙ্গে কথা বলছে না! কল্পনায় কোনও বন্ধুর সঙ্গে কথা বলার মতো বয়সও ওর নেই'।



শিখর অবশ্য সঙ্গে সঙ্গেই ব্যাখ্যা দিয়েছেন যে, 'আরে, আমি শায়েরি প্র্যাকটিস করছিলাম। আর সেই ফাঁকে ও ভিডিওটা তুলে নিয়েছে। মনে মনে ভাবছিলাম। ভালো লাগছিল। এখন ভাবি যদি পড়াশোনাটাও এত মন দিয়েই করতাম!'

এই ভিডিও প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংহও বেশ উপভোগ করেন। প্রতিক্রিয়ায় তিনি একটি হাসির ইমোজি দেন।