লস অ্যাঞ্জেলেস: ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে গারবাইন মুগুরুজার কাছে হেরে গিয়েছেন সেরেনা উইলিয়ামস। কিন্তু সোমবার একটি স্পোর্টস ম্যাগাজিনের বিচারে তিনিই বিশ্বের সবচেয়ে বেশি রোজগেরে মহিলা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ফোর্বস ম্যাগাজিনের এই তালিকায় তিনি টেনিস সুন্দরী মারিয়া সারাপোভাকেও পিছনে ফেলে দিয়েছেন। ম্যাগাজিনের তালিকায় গত এগারো বছর ধরে শীর্ষস্থানে ছিলেন সারাপোভা।


এই অর্থনৈতিক ম্যাগাজিনের ওয়েবসাইটে  প্রকাশিত এক নিবন্ধ অনুযায়ী, গত এক বছরে সেরেনার আয় ২৮.৯ মিলিয়ন মার্কিন ডলার। এক্ষেত্রে সারাপোভার আয় ২১.৯ মিলিয়ন ডলার।গত বছরের তুলনায় প্রায় ৮ মিলিয়ন ডলার কম।

গত এক দশক ধরে টেনিস সার্কিটে রাজত্ব করছেন ৩৪ বছরের সেরেনা। ২০০২-এ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ী হন তিনি। এরপর আরও ১৯ টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সেরেনা।

গত শনিবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে রোল্যাঁ গারো-তে হেরে গিয়ে টেনিস কিংবদন্তী স্টেফি গ্রাফের ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড অল্পের জন্য স্পর্শ করতে পারলেন না তিনি। তবে স্টেফির রেকর্ড ছোঁয়ার চেষ্টা তিনি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সেরেনা।