লন্ডন: উইম্বলডন চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস৷ ফাইনালে স্ট্রেট সেটে হারালেন অ্যাঞ্জেলিক কের্বারকে৷ কেরিয়ারে সপ্তম উইম্বলডন খেতাব৷ ছুঁলেন স্টেফি গ্রাফের ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড৷
স্বপ্ন৷ ইতিহাস৷ সেই স্বপ্নের পিছনে ছুটে বেড়ানো, সারাজীবন৷ স্বপ্ন ছোঁওয়া অবশেষে৷ রোদ্দুর মাখা সেন্টার কোর্টে স্টেফিরই দেশের মেয়েকে হারিয়ে স্টেফি গ্রাফের রেকর্ড ছুঁলেন সেরেনা উইলিয়ামস৷ সপ্তম উইম্বলডন খেতাব৷ ২২ টি গ্র্যান্ড স্ল্যাম৷ ওপেন এরায় সর্বোচ্চ সংখ্যক গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড৷
ফাইনালে অ্যাঞ্জেলিক কের্বারকে স্ট্রেট সেটে হারালেন বিশ্বের এক নম্বর টেনিস নক্ষত্র৷ জিতলেন ৭-৫, ৬-৩ সেটে৷ ৮১ মিনিটের লড়াই৷ প্রথম থেকে সেরেনার সার্ভিসে চেনা শক্তি৷ নিখুঁত খেলা৷ পাওয়ার টেনিসের বিস্ফোরণ৷ সমানে পাল্লা দিয়েছেন কের্বারও৷ প্রথম সেটে প্রায় সমানে সমানে লড়াই৷ লম্বা র্যালি৷ কখনও তুখোড় ভলি৷ কখনও জোরালো গ্রাউন্ড স্ট্রোকে কামব্যাক৷ শেষ পর্যন্ত ৭-৫-এ প্রথম সেট ছিনিয়ে নেন সেরেনা৷ দ্বিতীয় সেটে আর ম্যাচে ফিরতে পারলেন না জার্মান প্রতিপক্ষ৷
গত বছরের উইম্বলডনের পর আর কোনও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি সেরেনা৷ জার্মান টেনিস কিংবদন্তীর রেকর্ড তাড়া করে বেড়িয়েছেন দীর্ঘদিন৷ শেষ পর্যন্ত স্বপ্ন হল বাস্তব৷
সপ্তমবার উইম্বলডন চ্যাম্পিয়ন সেরেনা, ছুঁলেন ২২টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড
Web Desk, ABP Ananda
Updated at:
09 Jul 2016 04:17 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -