কলকাতা: সদ্য সমাপ্ত আইএসএল মরসুমে ফের একবার আশানুরূপ পারফর্ম করতে পারেনি ইস্টবেঙ্গল (East Bengal)। লিগ তালিকায় নয় নম্বরে শেষ করেছিল লাল হলুদ। খবর অনুযায়ী, এই হতাশাজনক পারফরম্যান্সের ফলে এ মরসুম শেষেই চাকরি হারাচ্ছেন স্টিফেন কনস্ট্যান্টাইন। তাঁর বদলে আসন্ন মরসুমে কে ইস্টবেঙ্গলের দায়িত্ব নেব, সেই নিয়ে জল্পনা-কল্পনা চলছেই। খবর অনুযায়ী, সার্জিও লোবেরাই (Sergio Lobera) আসন্ন মরসুমে ইস্টবেঙ্গল কোচের হটসিটে বসতে চলেছেন।


কোচের দুই বিকল্প


পরপর ব্য়র্থতার পর ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ পরবর্তী মরসুমে ভারতে কোচিং করিয়ে খেতাব জয়ের অভিজ্ঞতা রয়েছে এমন কোচকেই দায়িত্ব দিতে আগ্রহী ছিল। ইমামির সঙ্গে লাল হলুদ ক্লাব কর্তৃপক্ষের বৈঠকে এই নিয়েই আলোচনা করা হয়। এর জেরেই জোসেফ গোম্বাউের সঙ্গে প্রাথমিকভাবে কথাবার্তা শুরু করলেও, সেইদিকে আর এগোয়নি লাল হলুদ কর্তৃপক্ষ। খবর অনুযায়ী, বৈঠকে সার্জিও লোবেরা ও আন্তোনিও লোপেজ হাবাসের নাম উঠে আসে। কিন্ত হাবাস লাল হলুদের কোচ হতে রাজি নন। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের অন্তর্দ্বন্দ্বের দোহাই দিয়েই তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে খবর।


তাই বিকল্প হিসাবে পছন্দের তালিকা থেকে কেবল লোবেরাই অবশিষ্ট রয়েছেন। শোনা যাচ্ছে, লোবেরার সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা প্রায় পাকা, দুই তরফের মধ্যে মৌখিক চু্ক্তিও হয়ে গিয়েছে। তিনি চিনের সিচুয়ান জিউনিউ দলের দায়িত্বে ছিলেন। কিন্তু চিনের জৈব বলয়ের ঘেরাটোপে থাকতে থাকতে ক্লান্ত লোবেরা ভারতে ফিরতে আগ্রহী বলেই খবর। তবে চিনের ক্লাবের সঙ্গে তাঁর চুক্তি এখনও রয়েছে না, শেষ হয়ে গিয়েছে, সেই নিয়ে একটা জল্পনা রয়েইছে। যদিও এখনও লোবেরা ও সিচুয়ানের চুক্তি থাকে, তাহলে ইস্টবেঙ্গলের কোচ হতে গেলে লোবেরাকে কিছু অর্থ দিয়েই নিজের চুক্তি বাতিল করাতে হতে পারে।


লোবেরার রেকর্ড


লোবেরা এর আগে ভারতীয় ফুটবলে যে দলেরই দায়িত্ব নিয়েছেন, সেই দলেই এসেছে সাফল্য। এফসি গোয়া ও মুম্বই সিটির হয়ে যথাক্রমে ২০১৯-২০ ও ২০২০-২১ মরসুমে লিগ শিল্ড জিতেছিলেন লোবেরা। মুম্বই সিটিকে ওই মরসুমেই আইএসএল চ্যাম্পিয়নও করার তিনি। এছাড়া এফসি গোয়ার হয়ে ২০১৯ সালে সুপার কাপ জেতার কৃতিত্বও রয়েছে তাঁর দখলে। এমন রেকর্ডসম্পন কোচ ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়ে দলকে বহু কাঙ্খিত সাফল্য এনে দিতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।


আরও পড়ুন: ক্লাসিকোয় বেঞ্জিমা-ম্যাজিক, বার্সেলোনাকে চূর্ণ করে কোপা দেল রে-র ফাইনালে রিয়াল