পুণে: ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজের প্রথম ম্যাচে ঝোড়ো ইনিংসের সুবাদে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন কেদার যাদব। তিনি সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন। এই সাফল্যে উল্লসিত কেদার বলছেন, এই সিরিজই তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট।
পুণেতে ইংল্যান্ডের বিশাল রান তাড়া করতে নেমে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেই অবস্থা থেকে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান কেদার। তিনি ৭৬ বলে ১২০ রান করেন। এই ইনিংসই তাঁকে দেশজোড়া খ্যাতি এনে দিয়েছে।
আজ সাংবাদিক বৈঠকে কেদার বলেছেন, ‘পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করার পরে আমার মনে হয়েছিল, এভাবে খেলতে পারলে ম্যান অফ দ্য সিরিজ হওয়ার সম্ভাবনা আছে। এই সিরিজ আমার কেরিয়ারের টার্নিং পয়েন্ট।’
কেদার আরও বলেছেন, গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে বড় রান করতে না পারলেও, আত্মবিশ্বাস পেয়েছিলেন তিনি। তার ফলেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে তাঁর মনে হয়েছিল, ভাল পারফরম্যান্স দেখাতে পারবেন। খেলোয়াড়দের কাছে এই অনুভূতিটা গুরুত্বপূর্ণ।
ইংল্যান্ডের বিরুদ্ধে এই পারফরম্যান্সের পর আগামী দু-তিনটি সিরিজে দলে তাঁর জায়গা পাকা বলেই মনে করছেন কেদার। তিনি বিরাট ও মহেন্দ্র সিংহ ধোনিকে দেখে অনুপ্রেরণা পাচ্ছেন।
ইংল্যান্ড সিরিজ আমার কেরিয়ারের টার্নিং পয়েন্ট, বলছেন কেদার যাদব
Web Desk, ABP Ananda
Updated at:
27 Jan 2017 06:17 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -