নয়াদিল্লি: ফর্মে থাকা ভারত ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে একদিনের সিরিজে ২-৩ হেরে গিয়েছে। এই হার বিরাট কোহলি ও তাঁর দলের কাছে সতর্কবার্তা বলে মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়। আগামী বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল হিসেবে অভিযান শুরু করবে ভারত।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ২-০ তে এগিয়ে ছিল ভারত। কিন্তু গতবারের বিশ্বকাপজয়ীদের কাছে পরের তিনটি ম্যাচ হেরে সিরিজ খোয়াতে হয়েছে মেন ইন ব্লু ব্রিগেডকে। ঘরের মাঠে দীর্ঘদিন পর কোনও একদিনের সিরিজে হারের মুখ দেখল ভারত।
আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বকাপ। তার ওই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজই ছিল ভারতের কাছে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ।
‘আমার মনে হয়, একটা ধারণা তৈরি হচ্ছিল যে, আমরা বুঝি বিশ্বকাপে যাব আর হাঁটতে হাঁটতে কাপ জিতে ফিরব। তাই মনে হচ্ছে, এ রকম ফলাফল (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে) এক দিক থেকে ভালই হয়েছে। এই সিরিজ আমাদের মনে করিয়ে দিয়ে গেল যে, বিশ্বকাপে গিয়ে খুব, খুব ভাল খেলতে হবে।’একটি অনুষ্ঠানে এ কথা বলেছেন দ্রাবিড়।
ভারতীয় দলে তাঁর প্রাক্তন সহ খেলোয়াড় সঞ্জয় মঞ্জেরেকরও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দ্রাবিড় বলেছেন, একদিক থেকে এটা ভালোই হল। গত কয়েক বছর ধরে ভারত দুরন্ত খেলছে। কোথাও কোথাও শোনা যাচ্ছিল যে, ভারত বিশ্বকাপ খুব সহজেই জিতে নেবে। কারণ, ভারত এক নম্বর দল এবং গত কয়েক বছর একদিনের ক্রিকেটে আধিপত্য দেখিয়েছে।
তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই হার নিয়ে খুব একটা উদ্বিগ্ন নন দ্য ওয়াল। তিনি বলেছেন, ‘ওই সিরিজ দেখে কোনও অবাক করা বিষয় আমি খুঁজে পাইনি। আমি এখনও মনে করি যে, আমরা অন্যতম ফেভারিট। কিন্তু কাজ সহজ হবে না আমাদের। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা হতে যাচ্ছে বিশ্বকাপ’।
অস্ট্রেলিয়ার কাছে সিরিজে হার বিশ্বকাপের আগে ভারতের কাছে সতর্কবার্তা, বললেন দ্রাবিড়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Mar 2019 12:03 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -