ঢাকা: বাংলাদেশ সফরে গিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে তারা। শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই একটি ঘটনা ঘটে গেল, যার ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। খেলার মাঝেই বল ছুড়ে মেরে বাংলাদেশের ব্যাটারকে আহত করলেন পাকিস্তানের শাহিন আফ্রিদি। 


ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। প্রথম ওভারেই শাহিনের বলে আউট হয়ে ফিরে যান সইফ হাসান। ইনিংসের তৃতীয় ওভারে বল করতে আসা শাহিনের দ্বিতীয় বলে দুর্দান্ত ছক্কা হাঁকান আফিফ হোসেন। পরের বলটি আফিফ ডিফেন্স করেন। ফলে সেটি শাহিনের হাতে চলে যায়। শাহিন বল তুলে সোজা অফিফের দিকে ছুড়ে মারেন। সেই বল মাথায় লাগার পর ক্রিজেই বেশ কিছুক্ষণ শুয়ে কাতরাতে থাকেন আফিফ।


 






 


যদিও সঙ্গে সঙ্গে আফিফের কাছে দৌড়ে যান শাহিন। কিন্তু আচমকা কেন এভাবে ছুড়ে মারলে বল, তা নিয়ে স্পোর্টসম্যান স্পিরিটের প্রশ্ন তুললেন। এই ম্যাচে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটে ১০৮ রান করে। পাকিস্তান ১৮.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ৫১ বলে দুটি চার ও তিনটি ছক্কায় ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরা হন ফখর জামান।


শেফিল্ড শিল্ডের ম্যাচে এর আগে এমনই কাণ্ড ঘটিয়ে নির্বাসিত হতে হয়েছিল অজি পেসার জেমন প্য়াটিনসনকে। বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ঠিক সেই ঘটনার পুনরাবৃত্তি করেন শাহিন আফ্রিদি। এক্ষেত্রে দেখার যে প্যাটিনসনের মতো আফ্রিদিকেও শাস্তি পেতে হয় কিনা। তবে এর আগেও এমন ঘটনা ঘটিয়েছেন শাহিন। যদিও ম্যাচের পর ফের একবার আফিফের সঙ্গে দেখা করে ক্ষমা চেয়ে নেন এই তরুণ পাক পেসার।