অকল্যান্ড: পাকিস্তানের (Pakistan Cricket Team) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল নিউজিল্য়ান্ড (New Zeland)। ৪৬ রানে জয় ছিনিয়ে নিল কেন উইলিয়ামসনের দল। প্রথমে ব্য়াট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৬ রান বোর্ডে তুলে নিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে ১৮০ রানের বেশি বোর্ডে তুলতে পারেনি পাকিস্তান। ২৭ বলে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ড্যারিল মিচেল। 


ম্যাচে পাকিস্তানের অধিনায়ক হিসেবে প্রথমবার মাঠে নেমেছিলেন শাহিন আফ্রিদি। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে প্রথমবার জাতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথমবার নেমেছিলেন বাঁহাতি পাক পেসার। আর নেতা হিসেবে প্রথম ম্যাচ কিন্তু একেবারেই সুখকর হল না শাহিনের জন্য। এক ওভারে ২৪ রান খরচ করলেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে ফিন অ্যালেনের সামনে রীতিমত নাস্তানাবুদ হতে হল শাহিনকে। সেই ওভারে পাঁচটি বলে ফিন অ্যালেন রান করেন ৬, ৪, ৪, ৪, ৬। অধিনায়ক হিসেবে নিজের প্রথম আন্তর্জাতিক ম্য়াচে এত খারাপ বোলিং আর কোনও বোলার আগে করেননি। নিজের ৪ ওভারের স্পেলে ৩ উইকেট তুলে নিলেও ৪৬ রান খরচ করেন এই পেসার। 


এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে ডেভন কনওয়ে খাতা খোলার আগেই ফিরে যান। তবে কেন উইলিয়ামসন ও ফিন অ্যালেন মিলে দলের স্কোরবোর্ড সচল রাখেন। কেন ৯টি বাউন্ডারির সাহায্যে ৫৭ রানের ইনিংস খেলেন। অ্য়ালেন তিনটি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ১৫ বলে ৩৪ রান করেন। তবে লোয়ার অর্ডারে মিচেলের ৬১ রানের ইনিংসটিই কিউয়িদের দুশোর গণ্ডি পার করিয়ে দিতে সাহায্য করে। পাক বোলারদের মধ্যে আব্বাস আফ্রিদি ৪ ওভারে ৩৪ রান খরচ করে ৩ উইকেট নেন। হ্যারিস রউফ ২ উইকেট নেন। 


জবাবে রান তাড়া করতে নেমে পাকিস্তানের হয়ে অর্ধশতরানের ইনিংস খেলেন বাবর আজম। ৩৫ বলে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। ৬টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। মহম্মদ রিজওয়ান ২৫ রান করেন। ইফতিকার আহমে ২৪ রানের ইনিংস খেলেন। তবে আর কোনও ব্যাটার বড় রান করতে পারেননি। ১৮ ওভারেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। কিউয়ি বোলারদের মধ্যে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন টিম সাউদি। বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে দেড়শো উইকেটের মালিক হয়ে গেলেন কিউয়ি পেসার।