নয়াদিল্লি: পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিকে বাড়িতে সিংহ পোষেন? সেইসঙ্গে হরিণ ছানাও? সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট করা একটি ছবি ঘিরে এই প্রশ্ন উঠেছে। আর এ জন্য ট্যুইটারে তীব্র সমালোচনার শিকার হতে হল প্রাক্তন পাক ক্রিকেটারকে।
উইকেট নিয়েই দু’হাত উপরে তুলে দাড়িয়ে হাতের আঙুল দিয়ে ‘ভি’ দেখানো। প্রতিপক্ষ ব্যাটসম্যান আউট করার পর এটাই আফ্রিদির উচ্ছ্বাস প্রকাশের স্টাইল। বাবার এই বুমবুম পোজ নকল করে ছবি তোলে তাঁর মেয়ে। সেই ছবিই টুইটারে পোস্ট করে সমালোচিত হলেন আফ্রিদি। মেয়ের ওই ছবির পাশাপাশি আর একটি ছবিতে আফ্রিদিকে হরিণের ছানাকে দুধ খাওয়াতে দেখা যাচ্ছে। আর মেয়ের ছবির পিছনে দেখা যাচ্ছে চেন দিয়ে বাঁধা একটি সিংহ।
ক্যাপশনে আফ্রিদি লেখেন, উইকেট নেওয়ার পর আমি যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করি, তা মেয়ে নকল করায় খুব ভালো লাগছে। আর হ্যাঁ, পশুদের যত্ন নিতে ভুলবেন না। কারণ, ভালোবাসা ও যত্ন ওদেরও প্রাপ্য।




তাঁর পোস্ট দেখে টুইটার ব্যবহারকারীরা সমালোচনায় সরব হন। একজন লেখেন, পশুজন্তুদের স্থান জঙ্গলেই। মানুষের ভিড়ে তাদের রাখা উচিত নয়, আর এভাবে চেনে বেঁধে রাখা তো নয়ই।

অন্য একজন লিখেছেন, আফ্রিদি যা করছেন, তা দেখে খুবই মর্মাহত। একটি সিংহকে সেটির স্বাভাবিক বাসস্থান থেকে সরিয়ে এনে এভাবে চেন দিয়ে বেঁধে রেখে পশুজন্তুদের ভালোবাসার দাবি করা যায় না। সিংহটিকে দেখে খুবই দুর্বল মনে হচ্ছে। ওর জন্য খুব খারাপ লাগছে।




আর একজন ট্যুইটার ব্যবহারকারীর ট্যুইট, পোষ্য সিংহ আছে আফ্রিদির। যাকে চেন দিয়ে বেঁধে রাখা হয়। এটা ভীষণই অমানবিক কাজ। বন্যপ্রাণীদের সুরক্ষা দেওয়া সংস্থাগুলো কোথায় এখন? বন্যপ্রাণীদের উপর যাঁর এতটুকু সমবেদনা নেই তাঁর জনপ্রিয়তা এবং প্রতিপত্তিতে ধিক্কার।