পাকিস্তানের প্রাক্তন হকি তারকার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবেন আফ্রিদি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Mar 2018 12:54 PM (IST)
করাচি: পাকিস্তানের জাতীয় হকি দলের প্রাক্তন গোলরক্ষক মনসুর আহমেদ অসুস্থ। তাঁর চিকিত্সার ব্যয়ভার বহনে এগিয়ে এলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি জানিয়েছেন, শাহিদ আফ্রিদি ফাউন্ডেশন মনসুরের চিকিত্সার যাবতীয় ব্যয়ভার বহন করবে। চিকিত্সার অভাবে তাঁকে ভুগতে হবে না। গতমাস থেকে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন মনসুর। তাঁকে চিকিত্সরা বিদেশে গিয়ে চিকিত্সার পরামর্শ দিয়েছেন। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মনসুরের হৃদপিণ্ড ২০ শতাংশ কাজ করছে। তাঁর অন্যান্য অঙ্গও বিকল হতে শুরু করেছে। মনসুর ১৮ দিন ধরে আইসিইউ-তে ভর্তি ছিলেন। এ জন্য যে ব্যয় হয়েছে তারমধ্যে পাঁচ লক্ষ টাকা দিয়েছে কাস্টমস এবং বাকিটা পাকিস্তান হকি ফেডারেশন। এর আগে মনসুর তাঁর চিকিত্সার ব্যয় বহনের জন্য পাক প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছিলেন। উল্লেখ্য, ১৯৮৪-র হকি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে পেনাল্টি আটকে পাকিস্তানের জয় এনে দিয়েছিলেন মনসুর।