লন্ডন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির ব্যাটিং দক্ষতায় যে মরচে পড়েনি, সেটা তিনি ফের বুঝিয়ে দিলেন। ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টের কোয়ার্টার ফাইনালে মাত্র ৪২ বলে শতরান করে হ্যাম্পশায়ারকে শেষচারে তুললেন এই মারকুটে ব্যাটসম্যান। তিনি মাত্র ২০ বলে অর্ধশতরান পূরণ করেন। ৬৫ রানের মাথায় তাঁর ক্যাচ ফেলে দেন ম্যাডসেন। শেষপর্যন্ত ৪৩ বলে ১০১ রান করে আউট হন আফ্রিদি। তাঁর এই দুরন্ত ইনিংসের সুবাদে ডার্বিশায়ারকে ১০১ রানে হারিয়ে দিয়েছে হ্যাম্পশায়ার।
এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে হ্যাম্পশায়ার। ওপেনার আফ্রিদি সাতটি ছক্কা এবং ১০টি বাউন্ডারির সাহায্যে শতরান করেন। হ্যাম্পশায়ার ৯ উইকেটে ২৪৯ রান করে। জবাবে ১৪৮ রানে অলআউট হয়ে যায় ডার্বিশায়ার।
ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টের ইতিহাসে এটাই হ্যাম্পশায়ারের সর্বোচ্চ রান। এর আগে ২০০৬ সালে মিডলসেক্সের বিরুদ্ধে ২ উইকেটে ২২৫ রান করেছিল হ্যাম্পশায়ার। এই ম্যাচে আফ্রিদিরা সেই রেকর্ড টপকে গেলেন।
সাতটি ছক্কা, ১০টি চার, ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে ৪২ বলে শতরান আফ্রিদির
Web Desk, ABP Ananda
Updated at:
23 Aug 2017 02:38 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -