কলকাতা: চলতি মরশুমে কেকেআরের প্রথম একাদশে নিয়মিত জায়গা না পেলেও হতাশ নন শাকিব আল-হাসান। বাংলাদেশের তারকা অল রাউন্ডার জানালেন, দল যখনই চাইবে, তখনই নিজেকে উজাড় করতে তৈরি তিনি।
অপ্রতিরোধ্য গম্ভীরের কলকাতা। ১৪ পয়েন্ট নিয়ে কার্যত প্লে-অফের দোরগোড়ায় নাইট রাইডার্স। দলের সঙ্গে থাকলেও কিন্তু, তেমন খেলার সুযোগ পাননি শাকিব আল হাসান। এখনও পর্যন্ত একটি ম্যাচেই দেখা গিয়েছে তাঁকে। সেখানে বিশেষ কিছু করে দেখাতে পারেননি বাংলাদেশের সেরা অল রাউন্ডার। বরং, বল হাতে অনেকটা রান দিয়ে ফেলেছিলেন তিনি। প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না, হতাশা কি গ্রাস করছে তাঁকে? মানতে নারাজ শাকিব। ‘দল চাইলে ১০০ শতাংশ উজাড় করে দেব’, বলছেন তিনি। যোগ করেন, দল ভাল খেলছে। সঠিক কম্বিনেশনই খেলাচ্ছে।
শাকিব বা মাশরফি মর্তুজার পর টিম বাংলাদেশে ভাল অল রাউন্ডারের খরা। শাকিবের দাবি, অলরাউন্ডার না উঠে আসলেও দলে ভাল ব্যাটসম্যান বা বোলারের অভাব নেই। বললেন, ভাল বোলার, ব্যাটসম্যান উঠে আসছে, বাংলাদেশের পারফরমেন্স ভাল।
টিম কলকাতার সঙ্গে রয়েছেন চার বা পাঁচ তারিখ পর্যন্ত। তারপরই বাংলাদেশে ফিরে যাবেন ম্যাচ খেলতে। নাইট রাইডার্সের হয়ে কি দেখা যাবে শাকিব-ভেল্কি? প্রশ্ন শহরের ক্রিকেটভক্তদের।