ঢাকা: মাঠে মেজাজ হারিয়ে বিতর্কে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব অল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি ম্যাচে এলবিডব্লু আউটের আর্জি খারিজ হয়ে যাওয়ার আম্পায়ারের প্রতি অভব্য আচরণ করেন সাকিব। গত সোমবার ঢাকা ডিনামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যে ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে। জয়ের জন্য ৬৮ বলে ৭৪ রান দরকার ছিল কুমিল্লার। ব্যাট করছিলেন ইমরুল কায়েস। ঢাকা ডিনামাইটসের অধিনায়ক সাকিবের একটি বল কায়েসের প্যাডে লাগে। আউটের আবেদন করেন সাকিব। কিন্তু আম্পায়ার তা খারিজ করে দেন। আম্পায়ারের ওই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সাকিব। আম্পায়ের দিকে ফিরে অঙ্গভঙ্গি করেন এবং কয়েকটি অপশব্দও প্রয়োগ করেন বলে জানা গিয়েছে।
এই অভব্য আচরণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবের ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করেছে। বোর্ডের আচরণবিধি সংক্রান্ত ধারা সাকিব লঙ্ঘন করেছে বলে জানানো হয়েছে। ওই ধারা অনুযায়ী, সাকিবের ডিসিপ্লিনারি রেকর্ডে ৩ ডেমেরিট পয়েন্ট যোগ হয়েছে। নিয়ম অনুযায়ী, চার বা তার বেশি ডেমেরিট পয়েন্ট যোগ হলে তা সাসপেনসন স্তরে পৌঁছয় এবং সংশ্লিষ্ট খেলোয়াড়কে এতটি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।