ঢাকা: আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হলেন শাকিব আল হাসান। এছাড়াও নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজেও এই তারকা অলরাউন্ডারই দায়িত্ব সামলাবেন দলের। তামিম ইকবাল কিছুদিন আগেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোয় কে বাংলাদেশের অধিনায়ক হবেন আসন্ন বড় ২টো টুর্নামেন্টে, তা নিয়ে প্রশ্ন উঠছিল। এবার শাকিবকেই সেই দায়িত্ব দেওয়া হল। উল্লেখ্য, গত জুনে মোমিনুল হক সরে দাঁড়ানোর পর বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন শাকিব।


এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দীর্ঘ তিন বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টির মঞ্চে দেখা যাবে সাব্বির রহমানকে। তিনি ফিরেছেন স্কোয়াডে। এছাড়াও জিম্বাবোয়ে সিরিজে বিশ্রামের পর ফের জাতীয় দলে ফিরেছেন মুশফিকুর রহিম। তবে হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য ছিটকে গিয়েছেন লিটন দাস। দলে জায়গা পাননি শরিফুল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।


গত বিপিএল মরসুম একদমই ভাল যায়নি সাব্বিরের। ৬টি ম্যাচ খেলে মাত্র ১০৯ রান করেছিলেন। তবে ঢাকা প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে ৩৯.৬১ গড়ে মোট ৫১৫ রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার। আর তার ফলেই নির্বাচকদের নজরে ফের চলে আসেন তিনি।


বিসিবির এক নির্বাচক বলছেন, ''আমরা সাব্বিরকে ঘরোয়া টি-টোয়েন্টিতে দেখেছি। আমরা মনে করি ওঁর অভিজ্ঞতা আছে। আমরা সাব্বিরকে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে পাঠিয়েছি। ওঁকে পর্যাপ্ত সময় দিতে চাই আমরা।''


বাংলাদেশ দল: শাকিব আল হাসান (অধিনায়ক), আনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ, মেহদি হাসান, মহম্মদ সইফুদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহদি হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান, তাসকিন আহমেদ


এশিয়া কাপে নেই বুমরা


উল্লখ্য, এশিয়া কাপের আগে ভারতীয় শিবিরে বিশাল ধাক্কা। চোটের কারণে ছিটকে গেলেন তারকা পেসার। দলের সেরা পেস-অস্ত্রকে ছাড়াই নামতে হবে রোহিত শর্মাদের। পিঠের চোটে কাবু যশপ্রীত বুমরা। তাঁকে ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সোমবার সংবাদসংস্থা পিটিআই-কে জানানো হয়েছে, পিঠের চোটের জন্য এশিয়া কাপে খেলতে পারবেন না ডানহাতি জোরে বোলার।


এদিকে, ২০১৮ সালে রোহিতের নেতৃত্বেই এশিয়া কাপ ও নিদাহাস ট্রফি পরপর জিতেছিল ভারত। এবার রোহিত যখন দেশের ক্রিকেট দলের সব ফর্ম্যাটে পূর্ণাঙ্গ অধিনায়ক, তখনও রোহিতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এশিয়া কাপ।