ঢাকা বাংলাদেশের জার্সিতে প্রত্যাবর্তনের জন্য দিন গোনা শুরু করলেন শাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের এক বছরের দীর্ঘ নির্বাসন কাল শেষ হয়েছে। গত বছরের ঠিক এই দিনেই শাকিবের এক বছরের নির্বাসন ঘোষণা করেছিল আইসিসি।


গড়াপেটার জন্য বুকিদের দেওয়া প্রস্তাব পাওয়ার বিষয়টি দুর্নীতি দমন শাখার আধিকারিকদের না জানিয়ে বিপদে পড়ে যান বাংলাদেশের তারকা ক্রিকেটারটি। নিয়মমাফিক তাঁকে বছরখানেক আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করে বিশ্ব ক্রিকেটের সর্বময় সংস্থা।


করোনা আবহে গত মার্চ থেকে ক্রিকেটের আসর ব্যাহত হলেও এবার ধীরে ধীরে নিউ নর্মালের সঙ্গে মানিয়ে ফিরছে ক্রিকেট। মাঝে শ্রীলঙ্কা সফর পিছিয়ে যাওয়ায় মাঠে ফেরার অপেক্ষায় বাংলাদেশ দলও। এমন পরিস্থিতিতে শাকিবের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার খবরে খুশির হাওয়া তাঁর সতীর্থদের মধ্যেও। বাংলাদেশের টি২০ দলনায়ক মাহমুদুল্লাহ বলেছেন, 'ঘরের ছেলে ঘরে ফিরছে। গত বেশ কয়েক বছর ধরে শাকিব বাংলাদেশের সেরা ক্রিকেটার। ড্রেসিংরুমে আমরা সবাই ওঁর ফেরার অপেক্ষায়। ভরসা রাখি দ্রুত চেনা ছন্দে মাঠে ফিরতে অসুবিধা হবে না ওঁর।' ৩৩ বছরের শাকিবকে বাংলাদেশের সেরা ক্রিকেটার বলে অভিহিত করে তাঁর নির্বাসনের মেয়াদ সমাপ্তিকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখ্য নির্বাচক মিনহাজুল আবেদিন।