নেপিয়ারের ম্যাচে নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিলকে প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফিরিয়ে এই মাইলস্টোন স্পর্শ করেন সামি। ম্যাকলিন পার্কে দ্রুততম ১০০ উইকেট পাওয়া সামি এদিন সকালে প্রবল চাপে রাখেন কিউই ব্যাটসম্যানদের। আর এক ওপেনার কলিন মুনরোকেও ফেরান তিনি। ৫ ম্যাচের একদিনের সিরিজের আগে সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজেও দারুণ পারফরম্যান্স ছিল তাঁর। সেই ফর্ম ধরে রেখেছেন তিনি। ২৮ বছরের সামির আগে সবচেয়ে দ্রুত ১০০ উইকেট দখলের দৌড়ে ছিলেন আর যে ভারতীয় বোলাররা, তাঁরা হলেন ইরফান পাঠান, জাহির খান, অজিত আগরকর, জাভাগাল শ্রীনাথ। ইরফান ১০০ উইকেট পান ৫৯টি ম্যাচে, জাহির, আগরকর, শ্রীনাথ যথাক্রমে ৬৫, ৬৭ ও ৬৮টি ম্যাচ খেলে ১০০ উইকেট পান। নিজের ৫৬-তম ম্যাচে একদিনের ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে দ্রুত ১০০ উইকেট পেলেন সামি
Web Desk, ABP Ananda | 23 Jan 2019 01:31 PM (IST)
নেপিয়ার: নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচেই এক বিরাট ব্যক্তিগত কৃতিত্ব অর্জন করলেন মহম্মদ সামি। ৫০ ওভারের ফর্ম্যাটে আজ নিজের ৫৬-তম ম্যাচ খেলতে নামেন তিনি। তাঁর সাফল্যের মুকুটে আরও এক পালক যোগ হল। একদিনের ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে দ্রুত ১০০ উইকেট ঝুলিতে পুরলেন এই ফাস্ট বোলার।