নয়াদিল্লি: আজ প্রকাশিত হল বিসিসিআই-এর নতুন কেন্দ্রীয় চুক্তি। এই চুক্তি থেকে বাদ পড়লেন পেসার মহম্মদ শামি। জাতীয় দলের হয়ে ভাল পারফরম্যান্স দেখানোর পরেও তিনি দেশের সেরা ৪০ জন ক্রিকেটারের তালিকায় নেই। ফলে অদূর ভবিষ্যতে তাঁর জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছে ক্রিকেটমহল। স্ত্রী হাসিন জাহানের অভিযোগের পরিপ্রেক্ষিতেই শামি বিসিসিআই-এর চুক্তি থেকে বাদ পড়লেন বলে মনে করা হচ্ছে।
প্রকাশিত হওয়া চুক্তিতে এ+ ক্যাটাগরিতে আছেন অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধবন, ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ। তাঁরা বছরে সাত কোটি টাকা করে পাবেন। উল্লেখযোগ্যভাবে এই তালিকায় নেই মহেন্দ্র সিংহ ধোনি ও রবিচন্দ্রন অশ্বিন। তাঁরা জায়গা পেয়েছেন এ ক্যাটাগরিতে। এই তালিকায় আরও আছেন রবীন্দ্র জাডেজা, মুরলী বিজয়, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে ও ঋদ্ধিমান সাহা। এই সাতজন ক্রিকেটার বছরে পাঁচ কোটি টাকা করে পাবেন।
বি ক্যাটাগরিতে আছেন লোকেশ রাহুল, উমেশ যাদব, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, হার্দিক পাণ্ড্য, ইশান্ত শর্মা ও দীনেশ কার্তিক। তাঁরা বছরে তিন কোটি টাকা করে পাবেন। সি ক্যাটাগরিতে থাকা কেদার যাদব, মণীশ পাণ্ডে, অক্ষর পটেল, করুণ নায়ার, সুরেশ রায়না, পার্থিব পটেল ও জয়ন্ত যাদব বছরে এক কোটি টাকা করে পাবেন। ২০১৭ সালের অক্টোবর থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত এই চুক্তির মেয়াদ।
মহিলা ক্রিকেটারদের চুক্তির সেরা ক্যাটাগরিতে আছেন মিতালি রাজ, ঝুলন গোস্বামী, হরমনপ্রীত কউর ও স্মৃতি মন্ধনা। তাঁরা বছরে ৫০ লক্ষ টাকা করে পাবেন।
স্ত্রীর অভিযোগের জের? বিসিসিআই-এর চুক্তি থেকে বাদ পড়লেন মহম্মদ শামি, এ+ ক্যাটাগরিতে নেই ধোনি, অশ্বিন
Web Desk, ABP Ananda
Updated at:
07 Mar 2018 07:22 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -